false
ভারত ‘অপারেশন সিঁদুরের’ মাধ্যমে পাকিস্তানকে কেবল ‘ট্রেলার’ দেখানো হয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, “অপারেশন সিঁদুরে ‘ব্রাহ্মোস’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা পাকিস্তানকে ‘রাতের অন্ধকারে দিনের আলো দেখিয়েছে’। এই অভিযান এখনও শেষ হয়নি। পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে।” রাজনাথ সিং আরো বলেন, বর্তমান যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য কেবল এক ধরনের পরীক্ষামূলক সময়। যদি তাদের আচরণে উন্নতি হয়, তাহলে ভালো; নাহলে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে। শুক্রবার (১৬ মে) গুজরাটের ভুজ এয়ার ফোর্স স্টেশনে বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশে ভাষণে তিনি এসব কথা বলেন। এদিকে, ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে অনুরোধ করেছে যে, তারা যেন পাকিস্তানের জন্য অনুমোদিত ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা পুনর্বিবেচনা করে। ভারতের দাবি, ইসলামাবাদ এই তহবিলের একটি বড় অংশ সন্ত্রাসবাদী অবকাঠামোতে ব্যয় করতে পারে। ভারত-পাকিস্তান সংঘাতে যুদ্ধবিরতির মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র মোতায়েন ও কড়া ভাষায় পাকিস্তানকে সতর্ক করা স্পষ্টতই ইঙ্গিত দেয় যে, ভারত যুদ্ধের জন্য প্রস্তুত। আর প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভারতের কৌশলগত অবস্থান এখন আরো আক্রমণাত্মক। তাছাড়া ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া আমারবাঙলা/ইউকে

পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
আসসালামু আলাইকুম।আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ।
মাইলস্টোন ট্র্যাজেডি: আইসিইউতে ১৩ জন, বেশিরভাগই শিশু
News DeskJul 24, 2025মাইলস্টোন দুর্ঘটনায় বার্সেলোনার শোকবার্তা
News DeskJul 24, 2025১ আগস্টের আগেই যুক্তরাষ্ট্রে শুল্ক আলোচনার সম্ভাবনা
News DeskJul 24, 2025
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)