এসএসসি সাজেশন ইসলাম ক্লাস-৮ এম.সি.কিউ
এসএসসি সাজেশন ইসলাম ক্লাস 8
১) জাহান্নামের নিম্রস্তরে অবস্থান করবে কারা?
ক) কাফিররা খ) মশরিকরা
গ) মুনাফিকেরা ঘ) মূর্তিপূজকেরা
২) ইমানের কয়টি দিক রয়েছে?
ক) ৩ টি খ) ৪ টি
গ) ৫ টি ঘ) ৭ টি
৩) আলেমগণ তাদের আপনজনকে জান্নাতে দেওয়ার জন্য যে সুপারিশ করবেন, তাকে কী বলে?
ক) শাফায়াতে কুবরা খ) শাফায়াতে সূগরা
গ) শাফায়াতে উযমা ঘ) শাফায়াতে শুহাদা
৪) আল্লাহ তায়ালার পবিত্র বানী সমষ্টি কী নামে পরিচিত?
ক) কিতাব খ) রিসালাত
গ) নবুয়ত ঘ) হাদিস
৫) কোন নবির মাধ্যমে নবুয়তে এর ধারা শুরু হয়েছে?
ক) হযরত ইবরাহিম (আ:) খ) হযরত মুসা (আ:)
গ) হযরত আদম (আ:) ঘ) হযরত মুহাম্মদ (স:)
৬) শাফায়াতের ফলে উপকৃত হবেন?
র ) পাপি মুসলমান গণ
রর) আবিশ্বাসি গণ
ররর) জান্নাতি গণ
ক) র ও রর খ) রর ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
৭) মুমিন হওয়ার জন্য কয়টি বিষয়ের প্রতি বিশ^াস স্থাপন করতে হয়?
ক) ৬ টি খ) ৭টি
গ) ৮টি ঘ) ৯টি
৮) আসমানি কিতাব গুলোর ছোট কিতাব গুলোকে কী বলা হয়?
ক) সহিফা খ) সগীরা
গ) কিতাব ঘ) সাদিকা
৯) অতি ¯েœহশীল- এর আরবি প্রতিশব্দ কী?
ক) সামাদুন খ) রাউফুন
গ) কারিমুন ঘ) খালিখুন
১১) নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অতি ক্ষমাশীল, পরম দয়ালু- উক্তিটি কোন সূরার?
ক) আল বাকারা-১৫০ খ) আল ইমরান-১৫০
গ) আল বাকারা-১৪৩ ঘ) আল ইমরান-১৪৩
১২) কুরআনে সর্বমোট আয়াত কয়টি?
ক) ৬২৩৬ টি খ) ৬৬০০ টি
গ) ৬২০০৪ টি ঘ) ৬২৬৩ টি
১৩) পবিত্র কুরআন-এ রুকু সংখ্যা কয়টি?
ক) ৪৪৪ টি খ) ৫৫৪ টি
গ) ৩৪৫ টি ঘ) ৩২০ টি
১৪) মাদানি সূরার সংখ্যা কয়টি?
ক) ২৮ টি খ) ৫০ টি
গ) ৯২ টি ঘ) ৮৩ টি
১৫) আল-নূর অর্থ কী?
ক) আলোচনা খ) আলো
গ) ¬উদেশ ঘ) করুণা
১৬) কুরআন শব্দেটি কোন শব্দমূল থেকে উদ্ভত?
ক) কারিউন খ) কাউন
গ) কারাউন ঘ) কারাআ
১৭) খাইরুন- শব্দের অর্থ কী?
ক) রজনী খ) মূল্যবান
গ) উত্তম ঘ) ভাগ্য
১৮) শাইরুন- শব্দের অর্থ কী?
ক) মাস খ) বছর
গ) দিন ঘ) উদয়
১৯) কাবা ধ্বংস করার জন্য অবরাহা হাতি সংগ্রহ করেছিল?
ক) ১১টি খ) ১৩টি
গ) ১৪টি ঘ) ১৫টি
২০) সূরা ফিল পবিত্র কুরআন-এর কততম সূরা?
ক) ১০৫ তম খ) ১০০ তম
গ) ১০২ তম ঘ) ১১০ তম
২১) সূরা কুরাইশ পবিত্র কুরআন-এর কততম সূরা?
ক) ১০১ তম খ) ১০৫ তম
গ) ১০৬ তম ঘ) ১০০ তম
২২) সূরা আল-নসর নাজিল হওয়ার স্থান কোনটি?
ক) মক্কা খ) জেদ্দা
গ) তায়েক ঘ) রিয়াদ
২৩) কুরআন তিলাওয়াতের আদব কয়টি?
ক) ৩টি খ) ৪টি
গ) ৫টি ঘ) ৭টি
২৪) হরফের হালকী কয়টি?
ক) ৭ টি খ) ৬ টি
গ) ২ টি ঘ) ৮ টি
২৫) কালব- এর অর্থ কী?
ক) অসাষ্ট করে পড়া খ) পরির্বত করে পড়া
গ) এক সাথে পড়া ঘ) প্রকাশ্য পড়া
২৬) আল- কুরআনের আলোচনার বিষয়বস্তুুকে হযরত শাহ ওয়ালিউল্লাহ কয় ভাগে ভাগ করে?
ক) ২ ভাগে খ) ৫ ভাগে
গ) ৭ ভাগে ঘ) ৪ ভাগে
২৭) কুরআন শব্দের অর্থ কী?
ক) পড়া খ) পঠিত
গ) পাঠকারী ঘ) পাঠ করা
২৮) আল্লাহর পরিচয় অতি সুন্দরভাবে কোন সূরায় উল্লেখ করা হয়েছে?
ক) কুরাইশ খ) বাকারা
গ) আল- ফলি ঘ) আল নসর
২৯) রাবেয়া আর্থিক দুরবস্থায় কে সাহায্য করতে চেয়েছিল?
ক) আব্দুল ওয়াহিদ আমর খ) মুহাদ্দিস সুফিয়ান
গ) মালিকবিন দিনার ঘ) আসাদ বিন হাফিজ
৩০) হযরত রাবেয়া বসরি (র:) কখন জন্ম গ্রহন করেন?
ক) ৯৯ হিজরি মোতাবেক ৭২৭ খ্রিষ্টাব্দে
খ) ৮৯ হিজরি মোতাবেক ৭১৭ খ্রিষ্টাব্দে
খ) ৯৯ হিজরি মোতাবেক ৭১৭ খ্রিষ্টাব্দে
ঘ) ৮৯ হিজরি মোতাবেক ৭২৭ খ্রিষ্টাব্দে