সাভারে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে ৭ জনই পোশাক শ্রমিক - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

demo-image

সাভারে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে ৭ জনই পোশাক শ্রমিক

.com/img/b/R29vZ2xl/AVvXsEiYXXeW_4WM5HYc29TUgmg_IXXj4IfXXgKd_4eNHwc5REeZdThhaWdn9rKAjk4fpa0aYQeFpIA0PzZw7Bl_2CHaCuRB0Qmd5DcYKSh9g6ZrgrA-89p11k_EIEtrKTI392YJ3Ld-YIM4oZw/

সাভারে নতুন করে আট জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এদের মধ্যে সাত জনই পোশাক শ্রমিক বলে জানা গেছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মোট ৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে আট জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের মধ্য সাত জন পোশাক শ্রমিক এবং অধিকাংশই সাভার পৌর এলাকার বাসিন্দা।

এখন পর্যন্ত সাভার থেকে ৪০২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ২৮ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেল।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা শনাক্ত হওয়া পোশাক শ্রমিকদের অধিকাংশই সাভার পৌরসভার একটি এলাকার বাসিন্দা। এই এলাকাকে লকডাউন করা হয়েছে।’

এর আগে, করোনা প্রাদুর্ভাব লাঘবে গতকাল ডা. সায়েমুল হুদা সাভার ইউএনও বরাবর সাভার ও আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা বন্ধসহ সেগুলোর প্রবেশপথ বন্ধের দাবি জানিয়ে একটি সুপারিশপত্র পাঠান।

তার একদিন পরেই সাত জন পোশাক শ্রমিক একদিনে শনাক্ত হলেন।

Contact Form

Name

Email *

Message *