সাভারে নতুন করে আট জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এদের মধ্যে সাত জনই পোশাক শ্রমিক বলে জানা গেছে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মোট ৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে আট জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের মধ্য সাত জন পোশাক শ্রমিক এবং অধিকাংশই সাভার পৌর এলাকার বাসিন্দা।
এখন পর্যন্ত সাভার থেকে ৪০২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ২৮ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেল।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা শনাক্ত হওয়া পোশাক শ্রমিকদের অধিকাংশই সাভার পৌরসভার একটি এলাকার বাসিন্দা। এই এলাকাকে লকডাউন করা হয়েছে।’
এর আগে, করোনা প্রাদুর্ভাব লাঘবে গতকাল ডা. সায়েমুল হুদা সাভার ইউএনও বরাবর সাভার ও আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা বন্ধসহ সেগুলোর প্রবেশপথ বন্ধের দাবি জানিয়ে একটি সুপারিশপত্র পাঠান।
তার একদিন পরেই সাত জন পোশাক শ্রমিক একদিনে শনাক্ত হলেন।

সাভারে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে ৭ জনই পোশাক শ্রমিক
Tags
# News_today
Share This

About Jasim Uddin
আসসালামু আলাইকুম।আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ।
News_today
Tags:
News_today
Subscribe to:
Post Comments (Atom)