ধর্ষণের শিকার ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী (১৩) কন্যা সন্তানের মা হওয়ায় বিপাকে পড়েছেন সে শিক্ষার্থীর পরিবার এবং এলাকার সচেতন মহল। ঘটনাটি ঘটেছে জেলার সীমান্তবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের টাকাহারা গ্রামে।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১৩ বছরের শিশুটি স্বাভাবিকভাবেই জন্ম দেয় এক সন্তানের। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মাহফুজা বেগম ।
৫ম শ্রেণীর শিক্ষার্থীর বাবা ও মা অভিযোগ করে বলেন, প্রতিবেশী প্রফুল্ল চন্দ্র সিংহের ছেলে মোহিন চন্দ্র সিংহ (২৩) আমাদের বাড়িতে যাতায়াত করত। ২০১৮ সালের ২৫ ডিসেম্বর মোহিন অঙ্ক বুঝিয়ে দেয়ার কথা বলে আমার শিশু মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর সে আমার মেয়েকে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানতে হুমকি দেয়। ভয়ে মেয়েটি বিষয়টি সম্পর্কে পরিবারের কাউকে কিছু জানায়নি।
সাত মাস পর বিষয়টি বুঝতে পেরে মেয়েকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা করার পর মেয়েটি অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হয় পরিবারের লোকজন। এরপর বিষয়টি স্থানীয়দের জানানো হয়। স্থানীয়রা বিষয়টি নিয়ে চুপচাপ থাকার পরামর্শ দেয়। কারণ ধর্ষকের পরিবার হিন্দু সম্প্রদায়ের এইজন্য। তারপরও ঘটনাটি নিয়ে ধর্ষকের পরিবারের কাছে আমরা যাই। তখন তার পরিবার থেকে বিষয়টি স্বীকার করে এবং আমাদেরকে টাকার লোভ দেখায়। কিন্তু আমাদের দাবি ছিল মেয়েটিকে তাদের ঘরে স্থায়ীভাবে নিতে হবে। এতে ছেলের পরিবারের টালবাহানা করে।
এ ঘটনায় ২০১৯ সালের ৫ আগস্ট স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় মোহিন চন্দ্র সিংহ (২৩) তার ভাই বিদ্যানাথ চন্দ্র সিংহ (২১) বাবা প্রফুল্ল চন্দ্র সিংহ (৪৮) ও মা মিলন বালা (৪৫) কে আসামি করা হয়।
ধর্ষক মোহিন চন্দ্র সিংহ পালিয়ে যাওয়ায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকের বাবা প্রফুল্ø চন্দ্র সিংহকে গ্রেফতার করে। পর আদালত থেকে প্রফুল্ল ও তার স্ত্রী মিলন বালা জামিনে মুক্তি পায়। তবে এখন পর্যন্ত পুলিশ ধর্ষক মোহিন চন্দ্র ও তার ভাই বিদ্যানাথকে গ্রেফতার করতে পারেনি। এছাড়াও মামলা দায়েরের দুই মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত আদালতে প্রতিবেদন দাখিল করেনি বলে অভিযোগ ধর্ষিতার বাবার।

মা হলো ধর্ষণের শিকার স্কুলছাত্রী
Tags
# News_today
Share This

About Jasim Uddin
আসসালামু আলাইকুম।আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ।
News_today
Tags:
News_today
Subscribe to:
Post Comments (Atom)