আগামী ১ ও ২রা নভেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছু ৬৯ হাজার ৬৬০ শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, খাবার, বিশুদ্ধ পানি এবং নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নোয়াখালী পৌরসভাসহ জেলাবাসী।
মঙ্গলবার দুপুরে নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন সেন্টারে নোয়াখালী পৌরসভার আয়োজনে সমন্বয় সভায় এ তথ্য তুলে ধরা হয়। সমন্বয় সভায় জানানো হয়, নোবিপ্রবি’তে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা, খাবার, বিশুদ্ধ পানি, পরিবহন, স্বেচ্ছাসেবক, ট্রাপিক ব্যবস্থা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করণে ব্যবস্থা গ্রহণ করেছে নোয়াখালী পৌরসভা।
এছাড়া জেলা সদর ও বেগমগঞ্জ এলাকার সকল মসজিদ, মাদ্রাসায় আবাসনের ব্যবস্থা এবং আবাসিক হোটেল, খাবার হোটেল, অন্যান্য খাবার দোকানে পন্যের ন্যায্য মূল্য ও গণ-পরিবহনে সঠিক ভাড়া আদায়ে নিদের্শ প্রদান করা হয়েছে। সমন্বয় সভায় পৌর মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. দিদার উল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী রাজু ও সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আজিম।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভার সকল কাউন্সিলর, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, পৌর বর্ণিক সমিতি, পৌরসভার সকল মসজিদের ইমাম/খতিবগণ উপস্থিত ছিলেন। সভা থেকে বক্তারা বলেন, ১ ও ২রা নভেম্বর ভর্তি পরীক্ষা হলেও মূলত ৩১শে অক্টোবর রাত থেকেই নোয়াখালীতে আসতে থাকবে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
এ বছর নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেছে প্রায় ৬৯ হাজার শিক্ষার্থী। এসব ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আবাসন, খাওয়া, কেন্দ্রে যাতায়াত, প্রাথমিক চিকিৎসাসহ সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নোয়াখালী পৌরসভা, উপজেলা পরিষদসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান ব্যবস্থা গ্রহণ করেছে।
পৌর মেয়র শহীদ উল্যাহ খান সোহেল জানান, শুধু পৌরসভা থেকে ৪০০ জন টিয়া কালার টি-শার্ট পরিহিত স্বেচ্ছাসেবক থাকবে পরীক্ষার্থীদের সকল সহযোগিতায়। রাখা হবে ৬টি বুথ, প্রতিটি বুথে থাকবে ৩০জন করে সেচ্ছাসেবক। শহরের স্কুল-কলেজ, মাদ্রাসা,মসজিদ, আবাসিক হোটেল ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে রাখা হবে শিক্ষার্থীদের। ১০০টি মোটরসাইকেল থাকবে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে।
এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসহ মেডিকেল টিম সার্বক্ষনিক কাজ করবে কর্তৃপক্ষ জানান। বক্তারা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সকল প্রকার সহযোগিতা করতে নোয়াখালীবাসী প্রস্তুত রয়েছে। তাদের সহযোগিতায় নোবিপ্রবি ও নোয়াখালী পৌরসভার ওয়েব সাইটে সকল তথ্য প্রদান করা হয়েছে। অপরদিকে, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মানিক জানান, নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী ৮০ হাজার লিটার বিশুদ্ধ পানি, ১০০টি বাস ও জেলা আওয়ামীলীগের অফিসে থাকার ব্যবস্থাও করেছেন তিনি। এছাড়াও ছাত্রলীগ ও যুবলীগ শিক্ষার্থীদের সহযোগীতায় কাজ করবে বলেও জানান।
নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, পরীক্ষার্থীদের কোন প্রকার অসুবিধা না হয় সেজন্য আগামী ৩০ তারিখ রাত থেকে ৩ শতাধিক পুলিশ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হবে। এছাড়াও সাদা পোশাকেও পুলিশ কাজ করবে।

নোবিপ্রবিতে ভর্তিচ্ছু ৬৯ হাজার ৬৬০ শিক্ষার্থী
Tags
# News_today
Share This

About Jasim Uddin
আসসালামু আলাইকুম।আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ।
News_today
Tags:
News_today
Subscribe to:
Post Comments (Atom)