false
প্লে স্টোর থেকে মাঝে মাঝেই বিপজ্জনক অ্যাপ সরিয়ে নেয় গুগল। এ ধরনের অ্যাপের সংখ্যা নেহাত কম নয়—প্রতিদিনই হাজার হাজার অ্যাপ বাতিল করা হয়। ব্যবহারকারীদের তথ্যসুরক্ষা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেয় গুগল। বর্তমানে গুগলের প্লে স্টোরে রয়েছে লাখ লাখ অ্যাপ। প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অ্যাপ ডাউনলোড করে নিচ্ছেন ব্যবহারকারীরা। কিন্তু এর মাঝেই লুকিয়ে থাকে কিছু ক্ষতিকর অ্যাপ, যেগুলো দেখতে হয়তো আসল অ্যাপের মতোই। অথচ এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে সাইবার অপরাধীরা। তাহলে কীভাবে বুঝবেন কোন অ্যাপ ক্ষতিকর? লক্ষ করার মতো কয়েকটি দিক আছে, যেগুলো চোখে পড়লেই আপনি সন্দেহজনক অ্যাপ চিনে নিতে পারবেন। ১. অ্যাপ ডাউনলোডের আগে ডেভেলপার এবং বিবরণ যাচাই করুন কোনো নতুন অ্যাপ ইনস্টল করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এটি কে তৈরি করেছে? ডেভেলপারের নাম, অ্যাপটি প্রথম কবে রিলিজ হয়েছে এবং এতে কী ধরনের ফিচার রয়েছে—এসব ভালোভাবে দেখে নেওয়া দরকার। অ্যাপের বিবরণ অংশে যদি ভুল বানান, অস্বাভাবিক ভাষা বা অসংলগ্ন তথ্য থাকে, তবে সেটি হতে পারে একটি সন্দেহজনক ইঙ্গিত। ২. রিভিউ ও রেটিং থেকেই মিলতে পারে গুরুত্বপূর্ণ ইঙ্গিত একটি অ্যাপের বিশ্বাসযোগ্যতা বোঝার অন্যতম উপায় হলো ব্যবহারকারীদের প্রতিক্রিয়া। রেটিং কম হলে বা যদি বেশিরভাগ রিভিউতে একরকমের ভাষা বা একই ধরনের মন্তব্য পাওয়া যায়, তাহলে সেটি হতে পারে কোনো অটোমেটেড বা ভুয়া রিভিউয়ের ইঙ্গিত। এমন অ্যাপ থেকে দূরে থাকাই ভালো। ৩. অতিরিক্ত পারমিশন চাওয়া অ্যাপ থেকে সাবধান আপনার ফোনে কোনো অ্যাপ ইনস্টল করার সময় যদি তা প্রয়োজনের তুলনায় বেশি পারমিশন চায়—যেমন: ক্যামেরা, মাইক্রোফোন, কনট্যাক্টস বা লোকেশন অ্যাক্সেস—তাহলে সেটি সতর্ক হওয়ার মতো বিষয়। একইসঙ্গে যদি কোনো অ্যাপ “একেবারে ফ্রি”, “লাইফটাইম আনলিমিটেড” ইত্যাদি প্রলোভন দেখায়, তাহলে সেটা প্রতারণার ফাঁদও হতে পারে। ৪. গুগল প্লে প্রোটেক্ট ফিচার চালু রাখুন আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকা 'গুগল প্লে প্রোটেক্ট' একটি বিল্ট-ইন নিরাপত্তা ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হওয়ার আগে অ্যাপগুলো স্ক্যান করে। এটি সন্দেহজনক অ্যাপ শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করে। তাই এই ফিচার সক্রিয় থাকলে আপনি অনেকাংশেই সুরক্ষিত থাকবেন। আমারবাঙলা/এফএইচ

গুগল প্লে স্টোরে অ্যাপ নিরাপদ কি-না বুঝবেন যেভাবে
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment