false
অভ্যন্তরীন চাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলমান যুদ্ধবিরতি ভেঙে ফের পাকিস্তানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি তেমনটা হয় তাহলে পাকিস্তান শক্ত হাতে তার জবাব দেবে। বুধবার (১৪ মে) পাকিস্তানি টেলিভিশন জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা। চাপ ও জনপ্রিয়তা হ্রাসের কারণে তিনি হঠাৎ করে উন্মাদ সিদ্ধান্ত নিতে পারেন। যদি মোদি হতাশা থেকে কোনো বেপরোয়া পদক্ষেপ নেন, তাহলে এর জবাব পাকিস্তান কঠোরভাবেই দেবে। তিনি আরো বলেন, পাকিস্তান কোনো আন্তর্জাতিক চাপের কারণে যুদ্ধবিরতিতে সম্মত হয়নি। যুক্তরাষ্ট্রসহ বন্ধুপ্রতিম দেশগুলো আমাদের পাশে ছিল, তাই আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। আসিফ বলেন, পাকিস্তান চারদিন ধরে সংযম দেখিয়েছে, এই আশায় যে ভারত বাস্তববাদী আচরণ করবে। তিনি দাবি করেন, এই সংঘর্ষে আমাদের জয় শুধু সামরিক নয়, সাইবার যুদ্ধেও। আমাদের সাইবার অপারেশনে ভারতের ডিজিটাল পরিকাঠামো কার্যত অচল হয়ে পড়ে। তিনি বলেন, পাকিস্তানকে যে বিশ্ব আগে গুরুত্ব দিত না, এখন তারা আমাদের সম্মানের চোখে দেখে। এবার আমরা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছি। কাশ্মীর প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারত প্রথমবারের মতো আলোচনার ইঙ্গিত দিয়েছে, যেটিকে পাকিস্তানের জন্য কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন তিনি। আমারবাঙলা/ইউকে

অভ্যন্তরীন চাপে ফের হামলা চালাতে পারে ভারত: খাজা আসিফ
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment