false
ঢাকার মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক সময়ের মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেছে স্পেনের জনপ্রিয় ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা। দুর্ঘটনায় হতাহতদের প্রতি সম্মান ও সমবেদনা জানিয়ে ক্লাবটি একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকার বার্সা সমর্থকদের সংগঠন পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা-কে। বার্সেলোনার বোর্ড মেম্বার ও সামাজিক কার্যক্রম পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বশ স্বাক্ষরিত ওই চিঠিতে ক্লাবটি লিখেছে, “সম্প্রতি ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন সকলের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন থাকবে।” চিঠিটি ঢাকার অফিসিয়াল বার্সেলোনা ফ্যান ক্লাব, পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা-কে সরাসরি পাঠানো হয়। ক্লাবটি বার্সেলোনার স্বীকৃত সমর্থক সংগঠন হিসেবে বাংলাদেশে কাজ করছে এবং বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখে। সোমবার (২২ জুলাই) মাইলস্টোন স্কুলে একটি প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী নিহত ও আহত হন। ঘটনার পর সারাদেশে শোকের ছায়া নেমে আসে। ক্রীড়াঙ্গনও এর বাইরে ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং অনেক খেলোয়াড় সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন। আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াব্যক্তিরাও ঘটনার নিন্দা জানিয়েছেন। বিতর্ক ও প্রতিক্রিয়া বার্সেলোনার পাঠানো এই চিঠিকে ঘিরে সামাজিক মাধ্যমে কিছু বিতর্ক দেখা দিয়েছে। একটি ফেসবুক পেজ দাবি করেছে, পেনিয়া বাংলাবার্সার পাওয়া বার্সেলোনার চিঠিটি নাকি বানোয়াট এবং অন্য একটি পেনিয়ার চিঠির মতো দেখতে। এই অভিযোগকে “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” বলে প্রত্যাখ্যান করেছে পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা। এক বিবৃতিতে তারা জানায়, “আমরা, পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা (পেনিয়া আইডি: ২৩৩৯), ‘নিউজওলা’ নামের একটি ফেসবুক পেজের বিভ্রান্তিকর অভিযোগে গভীরভাবে হতাশ। যেহেতু বার্সেলোনার পেনিয়াগুলোর চিঠির ফরম্যাট একই ধরনের হয়, তাই চিঠিটির চেহারা অন্য কারো সঙ্গে মিলে যাওয়াই স্বাভাবিক। এটিকে জাল বলা দায়িত্বজ্ঞানহীন।” তারা আরও দাবি করে, “এ ধরনের মিথ্যা দাবি কেবল ভুল তথ্যই ছড়ায় না, বরং আমাদের ফ্যান ক্লাবের ভাবমূর্তিও নষ্ট করার চেষ্টা করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আশা করি সংশ্লিষ্ট পেজটি তাদের ভুয়া পোস্ট সরিয়ে নেবে।” অফিসিয়াল স্বীকৃতি পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা বাংলাদেশের একমাত্র অফিসিয়াল বার্সেলোনা ফ্যান ক্লাব, যা এফসি বার্সেলোনার পেনিয়া বিভাগ থেকে নিবন্ধিত ও স্বীকৃত (আইডি: ২৩৩৯)। ক্লাবটি নিয়মিত স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়া কার্যক্রম ছাড়াও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। আমারবাঙলা /এফএইচ

মাইলস্টোন দুর্ঘটনায় বার্সেলোনার শোকবার্তা
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment