এইচএসসি ভর্তির ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ১০ জুন ২০১৯ - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

এইচএসসি ভর্তির ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ১০ জুন ২০১৯

ভর্তি গুরুত্বপূর্ণ তারিখ:
xiclassadmission.gov.bd 
  • এইচএসসি ভর্তির ফলাফল ২০১৮ প্রকাশের তারিখ: ১০ জুন  ২০১৯
  • প্রথম মেধার তালিকা থেকে ভর্তির তারিখ: ১১ জুন থেকে ১৮ জুন ২০১৯
  • এইচএসসি ভর্তি দ্বিতীয় মেধার তালিকা প্রকাশের তারিখ: ২১ জুন ২০১৯
  • ২ য় মেধার তালিকা এবং অভিবাসন তালিকা থেকে ভর্তির তারিখ: ২২ জুন থেকে ২৩ জুন ২০১৯
  • এইচএসসি ভর্তি তৃতীয় মেটিট লিস্ট প্রকাশনার তারিখ: ২৫ জুন ২০১৯
  • তৃতীয় মেধার তালিকা থেকে ভর্তির তারিখ: ২৬ জুন ২০১৯
  • এইচএসসি ভর্তি রিলিজ স্লিপ ফলাফল: জুন ২০১৯




এই বছর এইচএসসি একাডেমিক অধিবেশন ২০১৯ আবেদন বছরের প্রথম বছরের ভর্তি অনলাইন ভিত্তিক এবং এসএমএস পদ্ধতি ভিত্তিক ছিল। এইচএসসি ভর্তির ফলাফল ২০১৯-২০২০ সালের পরবর্তী ১০ জুন (সোমবার) ২০১৯-এ সব কলেজের ফলাফল, ২০১৯ সালের ১ লা জুলাই থেকে এইচএসসির প্রথম বছরের প্রথম শ্রেণীর স্কুলটি ২০১৯ সালের ১ই জুলাই থেকে শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৬৯ হাজার এসএসসি বা ২০১৯ পাসের সমমানের পরীক্ষায় ছাত্ররা এইচএসসি পরীক্ষার জন্য ২০১৭-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বছরের ভর্তির জন্য আবেদন করেছে।

xiclassadmission.gov.bd এর ‍নিয়ম:




  1. নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ১৯৫/- টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবেন। উল্লেখ্য যে, প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই ১৯৫/- টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর মনোনয়ন ও আবেদন বাতিল হবে। এমন শিক্ষার্থী ইচ্ছা করলে পরবর্তী পর্যায়ের জন্য আবেদন ফি জমা দিয়ে নতুন আবেদন করতে পারবে।
  2.  যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোন কলেজেই সিলেকশন পাবে না তারা পুনরায় আবেদন ফি ব্যতীত এবং যারা ইতিপূর্বে কোন কলেজেই আবেদন করে নাই তারা আবেদন ফি জমা সাপেক্ষে আবেদন করতে পারবে।
  3. ফলাফল প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট তারিখে শিক্ষার্থীদের এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানানো হবে এবং একই সাথে এসএমএস-এ একটি গোপনীয় নিরাপত্তা কোড প্রদান করা হবে। এই নিরাপত্তা কোড টি চুড়ান্ত ভর্তি নিশ্চায়নের জন্য সংরক্ষণ করতে হবে।
  • তাছাড়াও শিক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে ভর্তির বিস্তারিত ফলাফল জানতে পারবে।

কলেজে ভর্তিঃ
নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তি ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd দেয়া হবে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ডাউনলোড করে তা নোটিশ বোর্ডে প্রদর্শন করবেন। অতঃপর ভর্তির জন্য নির্ধারিত তারিখে শিক্ষার্থী কলেজে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদিত ফি জমা দিয়ে ভর্তি হবে এবং কলেজ শিক্ষার্থীর www.xiclassadmission.gov.bd ব্যবহার করে ভর্তির চূড়ান্ত নিশ্চায়ন করবে।

আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচি ঃ
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করতে হবে:
ক্রমিক নং বিষয় তারিখ



  • ভর্তির অন-লাইন ও ঝগঝ আবেদন গ্রহণ (যারা পুনঃ নিরীক্ষণের আবেদন করবে তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) ১২/০৫/২০১৯ থেকে ২৩/০৫/২০১৯
  • আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি ২৪/০৫/২০১৯ থেকে ২৬/০৫/২০১৯
  • শুধুমাত্র পুনঃনিরীক্ষনে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহন ০৩/০৬/২০১৯ থেকে ০৪/০৬/২০১৯
  • পছন্দক্রম পরিবর্তনের সময় আবেদনের তারিখ থেকে ০৫/০৬/২০১৯
  • ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ১০/০৬/২০১৯
  • শিক্ষার্থীর নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের  নিশ্চায়ন এবং আবেদন বাতিল হবে) ১১/০৬/২০১৯ থেকে ১৮/০৬/২০১৯
  • ২য় পর্যায়ের আবেদন গ্রহন ১৯/০৬/২০১৯ থেকে ২০/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ পর্যন্ত)
  • পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ ২১/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ টায়)
  • ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ২১/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ টার পর)
  • ২য় পর্যায়ের শিক্ষার্থীর ঝবষবপঃরড়হ নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের  নিশ্চায়ন এবং আবেদন বাতিল হবে) ২২/০৬/২০১৯ থেকে ২৩/০৬/২০১৯
  • ৩য় পর্যায়ের আবেদন গ্রহন ২৪/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ টায়)
  • পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ ২৫/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ টার পর)
  • ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ২৫/০৬/২০১৯ (রাত ৮ঃ০০ টার পর)


ক্রমিক নং বিষয় তারিখ:
৩য় পর্যায়ের শিক্ষার্থীর নিশ্চায়ন ( শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের  নিশ্চায়ন এবং আবেদন বাতিল হবে) ২৬/০৬/২০১৯

ভর্তি ২৭/০৬/২০১৯ থেকে ৩০/০৬/২০১৯

ক্লাস শুরু ১লা জুলাই, ২০১৯


ভর্তি নিশ্চয়ন করার পরে আপনারা কম্পিউটারের প্রিন্ট কপি নিয়ে যে যে কলেজে সিলেক্ট হয়েছেন ওই কলেজে নিয়ে যাবেন এবং আপনারা জেনে নিবেন যে কলেজে ভর্তি নিচ্ছে করেছেন ওই কলেজে ভর্তির ফি কত এবং এর সাথে কি কি লাগে সবকিছু জেনে ভর্তির জন্য কলেজে যাবে।

No comments:

Post a Comment