সাদা পাথর লুটকারীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

সাদা পাথর লুটকারীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট

false
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকা থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এই রিটটি দাখিল করেন। রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। রিটে আরও বলা হয়েছে, ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে একটি রুল জারির আবেদনও করা হয়েছে। গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় দিনে-দুপুরে স্থানীয় প্রশাসনের সামনে থেকেই বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়। তবে এ বিষয়ে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে বিভিন্ন মহলে। আমারবাঙলা/এফএইচ

No comments:

Post a Comment