একাদশে ভর্তি বঞ্চিতদের ম্যানুয়াল আবেদন ১০ থেকে ১৬ জুলাই - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

একাদশে ভর্তি বঞ্চিতদের ম্যানুয়াল আবেদন ১০ থেকে ১৬ জুলাই

একাদশ শ্রেণিতে শিক্ষার্থীরা বিভিন্ন কারণে ভর্তি হতে পারে অথবা ভর্তি আবেদন করতে পারে নি তাদের আগামী 10 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত একদশে ভর্তি হতে উপকৃতদের কলেজে মনিউয়াল প্রক্রিয়ায় আবেদন করা হবে। কলেজে আসন শুন্য থাকা সাপেক্ষে আগামী ২7 জুলাইয়ের মধ্যে তাদের ভর্তি করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র দৈনিক শিক্ষা এ তথ্য জানায়।

জানা গেছে, আগামী ১০ থেকে ১৬ জুলাই ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা নূন্যতম জিপিএ থাকা সাপেক্ষে কলেজে ম্যানুয়াল ভর্তির আবেদন জমা দিবে। আবেদনগুলো বিবেচনা করে আগামী ১৮ জুলাই শূন্য আসনের ভিত্তিতে কলেজ ভর্তিযোগ্যদের মেধাভিত্তিক তলিকা প্রকাশ করবে। আগামী ২০ জুলাই থেকে ২৭ জুলাই কলেজগুলো শূন্য আসনে ভর্তি গ্রহণ করবে। আর ৩০ জুলাইয়ের মধ্যে কলেজগুলোকে বোর্ডে ভর্তিকৃত শিক্ষার্থী তালিকা বোর্ডে জমা দিতে হবে।


সূত্র আরও জানায়, ম্যানুয়াল ভর্তির ফি ৪৪৫ টাকা। এর মধ্যে আবেদন ফি ১৫০ টাকা, রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ১৯৫টাকা এবং ডাটা এন্ট্রি ফি ১০০ টাকা। ভর্তির সাথেসাথেব শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করবে। কলেজগুলোর শূন্য আসনের তালিকা বোর্ডের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে।  

No comments:

Post a Comment