false
আসন্ন ঈদুল আজহায় দিনাজপুরের খামারিরা কোরবানির পশু নিয়ে প্রস্তুত থাকলেও চাহিদার তুলনায় জেলায় পশুর সংখ্যা অনেক বেশি। জেলার ১৩টি উপজেলার ৬৮টি পশুর হাটে এ বছর ৪ লাখ ৫৯ হাজার ৯১টি পশু বেচাকেনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে জেলায় কোরবানির পশুর চাহিদা ২ লাখ ৬৯ হাজার ৮৬৫টি। চাহিদার তুলনায় ১ লাখ ৩৬ হাজার ১২৬টি অতিরিক্ত পশু প্রস্তুত রয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় এ বছর ১ লাখ ৬৪ হাজার ৭৯টি গরু, ৫৭৭টি মহিষ, ২ লাখ ২০ হাজার ৭৮৬টি ছাগল এবং ২০ হাজার ৫৪৯টি ভেড়া বিক্রির জন্য প্রস্তুত আছে। এ গুলো জেলার ৬২ হাজার ১০৮টি খামারি এবং স্থানীয় বাড়িতে লালন-পালন করা হয়েছে। খামারিরা বলছেন, পশু লালন-পালনের খরচ গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে। সদর উপজেলার খামারি শাহীন আলম জানান, গো-খাদ্য, ওষুধ এবং শ্রমিকদের মজুরির ব্যয় বেড়ে গেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, গত বছর যে গরুটি প্রস্তুত করতে ৫০ হাজার টাকা খরচ হয়েছিল, এ বছর তার জন্য ৬৫-৭০ হাজার টাকা খরচ হচ্ছে। ভারত থেকে গরু আমদানি বন্ধ থাকায় দেশীয় খামারিরাই বাজারের মূল যোগানদাতা। এতে একদিকে স্থানীয় উৎপাদকরা লাভবান হচ্ছেন, তবে উৎপাদন খরচ বাড়ায় মধ্যবিত্ত পরিবারের জন্য কোরবানির পশু কেনা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম জানান, জেলার পশুর হাটগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কের পাশে হাট বসানো নিষিদ্ধ করা হয়েছে এবং ৬৮টি স্থায়ী ও অস্থায়ী হাট নির্ধারণ করা হয়েছে। প্রতিটি হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৩৮টি মেডিকেল টিম কাজ করবে। দিনাজপুরে ৫০ হাজার থেকে ১২ লাখ টাকা পর্যন্ত দামের গরু বিক্রি হচ্ছে। জেলায় কোরবানির পশু থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকার লেনদেন হবে বলে আশা করছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। চাহিদা মিটিয়ে অতিরিক্ত ১ লাখ ৩৬ হাজার ১২৬টি পশু রাজধানীসহ অন্যান্য জেলায় পাঠানো হবে। বিশ্লেষকরা বলছেন, দিনাজপুরের এই যোগান দেশের অন্যান্য জেলার বাজারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে খরচ বৃদ্ধির কারণে পশুর দামে বাড়তি চাপ অনুভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমারবাঙলা/ইউকে

দিনাজপুরে কোরবানির পশুর যোগান চাহিদার চেয়ে বেশি
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
আসসালামু আলাইকুম।আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ।
পারমাণবিক কর্মসূচিতে অটল ইরান, পিছু হটার পরিকল্পনা নেই
News DeskJul 22, 2025বিমান দুর্ঘটনায় খালেদা জিয়ার শোক, দলের নেতা–কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান
News DeskJul 22, 2025বিধ্বস্ত বিমানে মৃতের সংখ্যা বেড়ে ২৭,হাসপাতালে চিকিৎসাধীন ৭৮
News DeskJul 22, 2025
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)