false
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গতকালও বলেছি আজকেও বলেছি, নির্বাচন হবেই। নির্বাচনে কে দায়িত্ব পাবে বা না পাবে সেটা পরের কথা।’ রবিবার (২০ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেছিলেন, নির্বাচন দেরিতে হওয়ায় দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এ অবস্থায় দায়িত্ব নিতে হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। রবিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান-২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা; সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’। এ সময় প্রত্যক শহীদের নামে মাজার প্রাঙ্গনে একটি করে নিম গাছ লাগানো হয়। কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনাকে কোনদিন ক্ষমা করা যাবে না। তিনি মানবজাতির কলঙ্ক, তাঁর ক্ষমা নেই, বিচার হবেই।’ গতকাল শনিবারের একটি অনুষ্ঠানে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, একটি ছেলেকে ওরা গুলি করে মেরেছে। বেঁচে আছে নাকি মরে গেছে সেটা না দেখে আরও কয়েকটি লাশ ভ্যানে উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে, তাদের বেতন আমার আপনার ট্যাক্সের টাকায় হয়। তারা পুড়িয়ে মেরে হত্যা করেছে। কি নির্মম, পাশবিক। এমন নিষ্ঠুর ও অমানবিকতার জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারগুলোর পুনর্বাসন। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যতে জাতি আমাদের ক্ষমা করবে না।’ বিএনপি মহাসচিব জানান, জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের জন্য তহবিল গঠন করে বিএনপি। আমারবাঙলা/জিজি

নির্বাচন হবেই, দায়িত্ব কে পাবে সেটা পরের কথা : মির্জা ফখরুল
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment