false
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী তাঁতীদল। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা শহরের পৌর বাজার এলাকার দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তির সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসেন আলী। সভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব ফজলে তুষার, পৌর তাঁতীদলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন হাবিল ও সদস্য সচিব তরিকুল ইসলাম তুষার, জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক ফেরদৌস আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রশাসনের নির্লিপ্ততার কারণে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। একই সঙ্গে একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন নেতারা। জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়েছে। জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। আমারবাঙলা/এফএইচ

নীলফামারীতে তাঁতীদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment