false
দেশের অন্যতম সৃজনশীল টেলিভিশন গ্রাফিক্স ও ডিজিটাল ব্র্যান্ডিং বিশেষজ্ঞ দেবাশীষ দাস সম্প্রতি পাঠশালা – সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা “মোশন গ্রাফিক্স কনটেস্ট ২০২৫”-এ বিচারক (জুরি মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান পাঠশালার ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ আয়োজিত এই প্রতিযোগিতার থিম ছিল “ফর এ বেটার গ্রিনার আর্থ”। বাংলাদেশসহ আরও চারটি দেশ থেকে প্রতিযোগীদের জমা পড়া কাজ বিচার ও মূল্যায়নের জন্য দেবাশীষ দাস নির্বাচিত হন তাঁর দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও জাতীয়-আন্তর্জাতিক স্বীকৃতির ভিত্তিতে। বিচারক প্যানেলের সদস্য হিসেবে তাঁর সঙ্গে ছিলেন এস কে মনোয়ার নাহিদ ও মোহাম্মদ জাকারিয়া। প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেন মোঃ সাদিকুর রহমান, দ্বিতীয় স্থান মাহবুবা, এবং তৃতীয় স্থান অধিকার করেন শঙ্কু দত্ত। বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন পাঠশালার প্রিন্সিপাল খ ম হারুন। প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৫ জুলাই ২০২৫, ঢাকার দ্রিকপাঠ ভবন, ১৬ শুক্রাবাদ, পান্থপথ-এ। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ দেবাশীষ দাসের হাতে বিশেষ ক্রেস্টও তুলে দেন খ ম হারুন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক স্বীকৃতিপত্রে বলা হয়— “গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল ব্র্যান্ডিং শিল্পে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেবাশীষ দাসের অসামান্য অবদান, সৃজনশীল নেতৃত্ব এবং শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ বিবেচনায় তাঁকে বিচারক হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর উপস্থিতি প্রতিযোগিতাকে উচ্চ মান ও পেশাদারিত্বে সমৃদ্ধ করেছে।” টেলিভিশন ও ডিজিটাল গ্রাফিক্সে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেবাশীষ দাস সম্প্রতি পেয়েছেন “স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫”-এ ‘ডিজিটাল ব্রান্ডিং অফ দ্যা ইয়ার’ সম্মাননা। এর আগে তিনি ভূষিত হয়েছেন “এক্সেলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫”-এ ‘সেরা মোশন গ্রাফিক্স আর্টিস্ট (প্রোগ্রাম ব্র্যান্ডিং)’ পুরস্কারে। পাশাপাশি, তিনি পেয়েছেন “বেস্ট ইন ব্র্যান্ড কমিউনিকেশন ২০২৪” পুরস্কার, যা প্রদান করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান লেজার ট্রিট। বর্তমানে তিনি মাছরাঙ্গা টেলিভিশনের গ্রাফিক্স বিভাগের উপ-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ২০১৮ সাল থেকে পাঠশালায় মোশন গ্রাফিক্স ফ্যাকাল্টি এবং ২০২২ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পাঠদান করে আসছেন। ২০১১ সাল থেকে মাছরাঙ্গা-তে কর্মরত দেবাশীষ দাস নিজস্ব শৈলী ও গ্রাফিক্স নির্মাণ কৌশলের মাধ্যমে অসংখ্য টিভি প্রোগ্রামের ব্র্যান্ডিংয়ে এনেছেন অভিনবত্ব ও দর্শনভিত্তিক পরিচিতি। তাঁর ডিজাইন দর্শন শুধু প্রযুক্তিভিত্তিক নয়, বরং প্রতিটি প্রোগ্রামের আবেগ ও ভাবনার নিখুঁত চিত্রায়নও তিনি সফলভাবে ফুটিয়ে তুলেছেন। নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, অনুসন্ধানী প্রতিবেদন কিংবা বিশেষ দিবসের আয়োজনে তাঁর গ্রাফিক্স ব্র্যান্ডিং আজ দর্শকদের চোখে পেশাদারিত্বের প্রতিচ্ছবি। টাইমিং সেন্স, মুভমেন্ট সিনক্রোনাইজেশন, ফন্ট ও রঙ ব্যবহারে তাঁর সূক্ষ্মতা দেশের ডিজাইন জগতে তৈরি করেছে এক অনন্য মানদণ্ড। শুধু ডিজাইনার হিসেবেই নয়, তিনি একজন শিক্ষাক ও প্রশিক্ষক হিসেবেও সুপরিচিত। ২০১৮ সাল থেকে তিনি পাঠশালায় মোশন গ্রাফিক্স ফ্যাকাল্টি এবং ২০২২ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পাঠদান করছেন। তাঁর দীর্ঘ ১৭ বছরের কর্মজীবনের সূচনা হয় ২০০৭ সালে, আরটিভি-তে। পরে যমুনা টেলিভিশনে (২০০৯-২০১১) তাঁর কাজ মোশন গ্রাফিক্সে এনে দেয় কনসেপ্টচিন্তাশীলতা ও নতুন দৃষ্টিভঙ্গি। সেই ধারাবাহিকতাতেই তিনি আজ দেশের ডিজিটাল ব্র্যান্ডিং জগতে একটি শীর্ষস্থানীয় নাম। গ্রাফিক্স ডিজাইনের বাইরেও দেবাশীষ দাস বই প্রকাশনা শিল্পে কাজ করেছেন দীর্ঘ সময় ধরে। তিনি প্রায় দুই শতাধিক বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেছেন এবং কাজ করেছেন বহু খ্যাতিমান লেখকের সঙ্গে। এই বিচারকের স্বীকৃতি ও সাম্প্রতিক সম্মাননাগুলো তাঁর জন্য যেমন গর্বের, তেমনি আগামী প্রজন্মের ডিজাইনারদের জন্য অনুপ্রেরণার বাতিঘর। ডিজাইনের মাধ্যমে ব্র্যান্ড কনসেপ্ট নির্মাণে তাঁর ভাবনা ও নেতৃত্ব বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে আরও উচ্চতর স্থানে নিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক প্রতিযোগিতার বিচারক হলেন
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment