false
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, গোপালগঞ্জ জেলা শহরে বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, “মার্চ টু গোপালগঞ্জ।” এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও এ বিষয়ে একাধিক পোস্ট করেন। একটিতে তিনি লেখেন, “আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।” পরে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, “বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন।” সারজিস আলম আরও লেখেন, “আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যেখানে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে। জেলার নাম ব্যবহার করে যেন আর কোনও বৈষম্য না হয়। গোপালগঞ্জ কোনও ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।” এর আগে, এনসিপি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে ধারাবাহিক কর্মসূচি শুরু করে। দলটি বিভিন্ন জেলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও দাবি উত্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমারবাঙলা/এফএইচ

‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি এনসিপির
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment