false
কিছুদিন আগে মেট গালার লাল গালিচায় হেঁটে ইতিহাস গড়ে এলেন বলিউড কিং শাহরুখ খান। সে সময় তার রাজকীয় স্টাইল মুগ্ধতা ছড়ায় নিউইয়র্কের এই ফ্যাশন শোটিতে। এবার সম্প্রতি এক ভক্তের ক্যামেরায় ধরা পড়লেন এই নায়ক; যেখানে তাকে দেখা মেলে একেবারে নতুন অবতারে। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাদা ভেস্ট, ডেনিম, সানগ্লাস আর মাথায় বিনি অবস্থায় শাহরুখ। শুধু তাই নয়, সারা শরীর ভরে ছিলো ট্যাটু। হোটেল লবির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন কিং খান। উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আর নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখছেন। শাহরুখের সঙ্গে রয়েছেন তার টিমের লোকেরাও। তবে যা নজর কেড়েছে তা হলো— শাহরুখের সুঠাম শরীর আর গায়ে আঁকা ভয়ঙ্কর সব ট্যাটু, যদিও তা নকল তবু তা একেবারে নতুনভাবে তুলে ধরেছে তাকে। দর্শকদের প্রশ্ন—এটাই কি ‘কিং’ ছবির জন্য শাহরুখের প্রস্তুত লুক? শাহরুখের ভক্তদের মন্তব্য এমন, ‘দাড়ি, বাইসেপ, ট্যাটু—বাদশা নন, এখন তিনি রীতিমতো রাজা!’ আর একজন লিখেছেন, ‘পুরো শরীরে ট্যাটু... শাহরুখের এই চেহারা দেখে চোখ সরানো যাচ্ছে না। আগুন! নতুন ছবিতে এই লুকেই চাই।’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি নিয়ে এখনও পর্দার আড়ালে কাজ চলছে, কিন্তু কিং খানের এই ঝলকেই চাঙ্গা হয়ে উঠেছে শাহরুখের ভক্তমহলে। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। তাঁর সঙ্গে রয়েছেন এক ঝাঁক তারকা—অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভার্মা। আমারবাঙলা/ইউকে

শাহরুখের নতুন লুকে শিহরিত ভক্তরা
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
আসসালামু আলাইকুম।আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ।
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)