false
রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. মনির হোসেনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের অংশ হিসেবে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কামরাঙ্গীরচরে আশরাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অলোচনা সভায় মো. মনির হোসেন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অনেক রক্ত ঝরেছে। তারপর আমরা পেয়েছি একটি স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশ। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ওই সময়ে আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি ক্রসফায়ায়ের নামে বিচারবহির্ভুত হত্যা করা হয়েছে অনেককে। তারপর একুশে ও মুক্তিযুদ্ধের প্রেরণায় রক্তাক্ত জুলাই-আগস্ট অভ্যুত্থান হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ। দেশের সকল দুর্যোগে এই তরুণ প্রজন্ম সব সময় সহযোগিতা করেছে। রক্ত দান কর্মসূচির বিষয়ে তিনি বলেন, রক্ত দেওয়া একটি মহৎ কাজ। নিয়মিত রক্ত দিলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। তাই সবাই যেন নির্দিষ্ট সময় পরপর রক্ত দেন সেই আহ্বান জানাই। এ সময় ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ন-আহব্বায়ক হাজী মো. সাইফুল ইসলাম বলেন, ভাষা শহীদদের স্মরণে এই কর্মসূচি পালিত হচ্ছে। বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকারের আমলে জনগণ তাদের বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারেননি। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ। আমারবাঙলা/এমআরইউ

কামরাঙ্গীরচরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment