false
দুবাইয়ে ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু করলেও পাকিস্তানে ভালো খেলতে চান শান্ত । নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে। গত বছর এই ভেন্যুতে টেস্ট জিতেছিল বাংলাদেশ। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে নাজমুল হোসেন শান্তরা। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে হেরে টুর্নামেন্টে টিকে থাকার পথ কঠিন হয়ে গেলো বাংলাদেশের। আগামী ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর শান্ত বলেছেন, ‘আমরা সম্প্রতি পাকিস্তানে খেলেছি, তাই রাওয়ালপিন্ডির কন্ডিশনে ছেলেরা দ্রুত মানিয়ে নিতে পারবে।’ ভারতের বিপক্ষে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর তাওহীদ হৃদয় ও জাকের আলীর ইনিংসে বাংলাদেশ ২২৮ রানের সংগ্রহ পায়। মামুলি টার্গেটে ভারতকে কিছুটা হলেও চাপে রাখতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু মিস ফিল্ডিং ও কিছু ক্যাচ ধরতে না পারায় সেই সুযোগও হাতছাড়া করে বাংলাদেশ। শান্ত বলেছেন, ‘হৃদয় ও জাকের দারুণ ব্যাটিং করেছে, তবে আমরা ফিল্ডিংয়ে কিছু ভুল করেছি। ক্যাচ হাতছাড়া ও রানআউট মিস না হলে ফলাফল ভিন্ন হতে পারতো। ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয় ও জাকেরের ব্যাটিং সত্যিই প্রশংসনীয়। আশা করি, তারা এভাবেই পারফর্ম করতে থাকবে।’ অনেকেই মনে করছেন, স্পিনবান্ধব কন্ডিশনে তিনজন পেসার না খেলিয়ে একজন বাড়তি স্পিনারের দরকার ছিল বাংলাদেশের। এ নিয়ে অবশ্য ভিন্ন মত পোষণ করেন শান্ত, ‘একাদশে অতিরিক্ত স্পিনার দরকার ছিল কি না... আমি তা মনে করি না। নতুন বলে উইকেট পেলে ম্যাচের পরিস্থিতি অন্যরকম হতে পারত।’ আমার বাঙলা/ ইউকে

পাকিস্তানে ভালো খেলতে চান শান্ত
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment