নাটকের মধ্যবিত্ত ফ্যামিলির- সাকিব বাড়ির ছেলে - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

demo-image

নাটকের মধ্যবিত্ত ফ্যামিলির- সাকিব বাড়ির ছেলে

hhhh

বাংলাদেশ ক্রিকেট টিমটা হল বড়ছেলে নাটকের সেই মধ্যবিত্ত ফ্যামিলির মত আর সাকিব হল বাড়ির সেই বড় ছেলেটা। একাই সংসারের হাল ধরে টানতেসে। বাকি সবাই তার পরিশ্রমের উপর বসে বসে খাচ্ছে। বাকি প্লেয়াররা যেমন মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম বাড়ির মেয়েদের মত যারা প্রাইভেট পড়িয়ে সংসারে কিছুটা সাপোর্ট দেওয়ার মত। আর মাশরাফি হল বাবা৷ অনেকদিন সংসার টেনেছিল এখন রিটায়ার্ড, দিনশেষে বড়ছেলেটার দিকে চেয়ে থাকে। আর যেকোনো ট্রফি হল সেই মেহিজাবিন, পার-পাশ্বিক সাপোর্টের অভাবে যাকে তার অনেক কাছে এসেও পাওয়া হলনা।



রুবেল হোসেন, কিছু দিনের মধ্যেই হয়ত আমাদের ষষ্ঠ পাণ্ডবে পরিণত হবেন। মাশরাফির পরে হয়ত তিনিই আমাদের পেস বোলিং এর নেতৃত্ব দিবেন। ’১৯ ওয়ার্ল্ড কাপে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ হবে। অনেকটা সময়ই পাড় করে ফেলেছেন ২২ গজে। অনেক ম্যাচ জয়ের নায়কও বনেছেন, হয়েছেন ক্যাপ্টেনের আস্থার প্রতীক। নিজেকে পরিচিত করেছেন দেশের সেরা ডেথ বোলার হিসেবে। কাইল মিলস কিংবা অ্যান্ডারসনের উইকেট নেবার পর সেই বুনো উল্লাস এখনো নিউরনে আলোড়ন ফেলে। এরাই তো চ্যাম্পিয়ন।

এতগুলো চ্যাম্পিয়ন প্লেয়ার একটা টিমে থাকার পরেও আমরা দর্শকরা বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখতে নারাজ। আমরা যদি এভাবে আশাহত হয়ে পড়ি তাহলে আমাদের প্লেয়াররা কাদের জন্য মাঠ কাঁপাবে? তবে হ্যাঁ, আমাদের টিমে ছোট কিছু দুর্বলতা আছে যার জন্য হয়ত আমাদের দর্শকেরা কিছুটা আশাহত হয়ে পড়েছেন। কিন্তু আমাদের হাতে তো এখনও বছর খানেক সময় আছে নাকি? সঠিক পথে এগুলে এই এক বছরেই টিমটাকে আবার সেই সোনালী যুগের সরূপে নিয়ে যাওয়া যাবে। দুই দশক আগে বিশ্বকাপ জয়ের যেই স্বপ্নটা ভ্রূণ হয়ে হৃদয়ে বাসা বেঁধেছিল সেটা আজকে টগবগে যুবকের আকার ধারণ করেছে।

২০১১ এর ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়া টিম শচিনকে উৎসর্গ করে খেলেছিল। আমাদের মাশরাফিরও এটা শেষ ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে। মাশরাফির মত কখনও হার না মানা একজন যোদ্ধা, যিনি তার জীবনের সতেরোটি বসন্ত পাড় করেছেন রণক্ষেত্রে। তাকে বড় কোন ট্রফি হাতে বিদায় না দিলে তার প্রতি অবিচারই করা হবে। আর সৃষ্টিকর্তা কখনও কারো প্রতি অবিচার করেন না। তাই, ’১৯ বিশ্বকাপটা আমরা আমাদের মাশরাফিকে উৎসর্গ করেই খেলতে চাই। মাশরাফিকে আবার লাল সবুজ পতাকা মাথায় বেঁধে পুরো মাঠে চক্কররত অবস্থায় দেখতে চাই।

তবে এবার হাতে স্ট্যাম্প থাকবে না, থাকবে রৌপ্য আর স্বর্ণ মিশ্রিত একটি ট্রফি। বিশ্বকাপ ট্রফি। ১৬ কোটি মানুষের স্বপ্নের ট্রফি।

Contact Form

Name

Email *

Message *