৩ টি পদে নিয়েগ- ইসলামী ব্যাংক ফাউন্ডেশন - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

৩ টি পদে নিয়েগ- ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি ৩ টি পদে অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১৩-০৬-২০১৯ থেকে । আবেদন করা যাবে ২০-০৬-২০১৯ পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
আগ্রহী প্রার্থীরা http://www.ibfbd.org/career ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২০-০৬-২০১৯ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।
আবেদনের নিয়ম:


  • 1. যদি আপনি New Applicant হন তাহলে প্রথমে পছন্দের প্রতিষ্ঠান ও পদ নির্বাচন করে Apply Online ক্লিক করুন। অতঃপর New Applicant এ ক্লিক করে চাহিদা মোতাবেক তথ্য পূরন করুন।
  • 2. যদি আপনি Existing User হয়ে থাকেন তাহলে login করুন।যদি বায়োডাটা আপডেট করতে চান তাহলে Login করে my profile এ ক্লিক করে edit profile এ ক্লিক করে আপডেট করুন। অতপর উপযুক্ত পদে apply করুন।
  • 3. আপনি যদি payment এ ভুল করে থাকেন তাহলে my profile এ ক্লিক করে payment option এ ক্লিক করে payment re-submit করতে পারবেন।

  • 4. আপনার application সফলভাবে submit হলে আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে SMS পাবেন।
  • 5. আবেদন সংক্রান্ত যে কোন সমস্যার জন্য ফোন করুন রবিবার থেকে বৃহস্পতিবার +88-02-57111543,+88-02-57163998, 01730239377 (সকাল ১০:০০ থেকে বিকাল ৫:০০)
  • 6. বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ প্রদত্ত্ব মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে।
  • 7. (*) is mandatory field.


বিস্থারিত জানতে:

No comments:

Post a Comment