false
নারায়ণগঞ্জের বন্দর উপজেলাকে দুটি সংসদীয় আসনে বিভক্ত করে যুক্ত করার নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে বন্দর কদম রসূল কমিউনিটি সেন্টারে ‘আমরা বন্দরবাসী’ নামের একটি নাগরিক সংগঠনের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি গোলাম সারোয়ার সাঈদ। তিনি বলেন, বন্দর উপজেলার মানুষের মতামত উপেক্ষা করে নেওয়া নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা নিয়মতান্ত্রিকভাবে কমিশনে যাব এবং দাবি না মানা হলে প্রয়োজনে আইনি প্রক্রিয়ায় যাব। বন্দরবাসীর স্বার্থে কেউ যেন অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সংলাপে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট আবুল কালাম বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাব জনবিরোধী ও বিভাজনমূলক। নারায়ণগঞ্জ-৫ আসন নিয়ে যে পরিকল্পনা করা হচ্ছে, তা অবশ্যই বৈষম্যমূলক। নির্বাচন কমিশন জনগণের মত উপেক্ষা করে যে আচরণ করছে, তাতে বিগত ফ্যাসিস্ট আমলের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, বন্দরে একসময় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য উন্নয়ন ছিল না, আমরা সেগুলো করেছি। পৌরসভাকে সিটি করপোরেশনে পরিণত করেছি। এখন যদি বন্দরবাসী অন্য আসনে চলে যায়, তাহলে সিটি করপোরেশন থেকেও বাদ পড়বে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এডভোকেট আবুল কালাম জানান, তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করবেন এবং প্রয়োজনে একজন আইনজীবী হিসেবে আদালতে মামলা করবেন। তিনি বলেন, বন্দরবাসী এক থাকলে এই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। সংলাপে সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, অ্যাডভোকেট ইমরান হোসেন লিপেন, নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, মুছাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল আলম, বাংলাদেশ জাস্টিস মুভমেন্টের নারায়ণগঞ্জ সমন্বয়ক মাওলানা হাবিবুর রহমান সিদ্দিক, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মিজান মেম্বার, আনোয়ার মেম্বার, সামসুনাহার ময়না এবং বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর বহমান। নাগরিক সংলাপে জানানো হয়, নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে ‘আমরা বন্দরবাসী’ সংগঠন পাঁচটি দাবি নির্বাচন কমিশনে উপস্থাপন করবে। দাবিগুলোর মধ্যে রয়েছে—বন্দরকে পূর্বের সংসদীয় অবস্থানে বহাল রাখা, বর্তমান বিভাজন প্রস্তাব বাতিল করা, প্রয়োজনে বন্দরে সিটি করপোরেশনের মর্যাদা দেওয়া, বিকল্প না থাকলে বন্দরকে স্বতন্ত্র সংসদীয় আসনে উন্নীত করা এবং এসব দাবি না মানলে বৃহত্তর গণআন্দোলনের ঘোষণা। সংলাপে উপস্থিত বক্তারা বলেন, বন্দর একটি ঐতিহাসিক ও ঐক্যবদ্ধ এলাকা। এই অঞ্চলের জনগণের ইচ্ছা ও মতামতকে অগ্রাহ্য করে কোনো রাজনৈতিক পুনর্বিন্যাস বাস্তবায়ন হলে তা হবে জনবিরোধী এবং আত্মপরিচয়ের ওপর হস্তক্ষেপ। তারা নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে প্রস্তাব বাতিলের দাবি জানান এবং বলেন, প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমেই এর জবাব দেওয়া হবে। আমারবাঙলা/এফএইচ

নারায়ণগঞ্জের বন্দর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তাব বাতিলের দাবি
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment