false
রংপুরের মিঠাপুকুরে আলোচিত একটি হত্যা মামলার আসামি হয়ে প্রায় দুই মাসেরও বেশি সময় (৬৩ দিন) জেলহাজতে ছিলেন মাহবুবুল আলম ওরফে মাহবুব মাস্টার। তিনি মাদারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একইসঙ্গে রানীপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জানা গেছে, জেল থেকে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় স্কুলে যোগ দিয়েছেন এবং নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। অথচ বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করার কোনো উদ্যোগ নেয়া হয়নি। ২০২৫ সালের ২২ এপ্রিল দুপুরে মিঠাপুকুর থানার পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমানের নেতৃত্বে এসআই মোস্তফা কামালসহ একদল পুলিশ মাহবুবুল আলমকে বিদ্যালয় চত্বর থেকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারির একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই দিন দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত জামায়াত-শিবিরের ডাকা হরতালে মিঠাপুকুরে সংঘর্ষ, দাঙ্গা ও সহিংসতায় শিবির নেতা আশিকুর রহমান নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক এমপি এইচ এন আশিকুর রহমান, তাঁর পুত্র রাশেক রহমানসহ মোট ২২৪ জনকে আসামি করা হয়। মাহবুবুল আলম ওই মামলার ২৬ নম্বর আসামি। আমারবাঙলা/এফএইচ

মিঠাপুকুরে হত্যা মামলার আসামি হয়েও প্রধান শিক্ষক পদে বহাল
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment