false
গোপন তৎপরতার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতারা বলেন, একটি গুপ্ত সংগঠন দীর্ঘদিন ধরে গোপনে অপতৎপরতা চালিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং জনমনে ভীতির পরিবেশ সৃষ্টি করছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় প্রশাসনের প্রতি। বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহামুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহসভাপতি আব্দুল্লাহ আল খালেদ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আমারবাঙলা/এফএইচ

লক্ষ্মীপুরে গোপন তৎপরতার অভিযোগে ছাত্রদলের মিছিল
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment