false
প্রতিদিনের মতো আজ বুধবার (২১ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজ কোন টিভি চ্যানেলে কোন খেলা প্রচারিত হবে। ক্রিকেট বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত তৃতীয় টি-টোয়েন্টি সরাসরি, রাত ৯টা; টি স্পোর্টস টিভি ও অ্যাপ। বাংলাদেশ ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’ দ্বিতীয় টেস্ট, প্রথম দিন; সরাসরি, সকাল ১০টা; টি স্পোর্টস টিভি ও ইউটিউব। আইপিএল মুম্বাই-দিল্লি সরাসরি, রাত ৮টা; টি স্পোর্টস টিভি ও অ্যাপ। পিএসএল ইসলামাবাদ-কোয়েটা কোয়ালিফায়ার সরাসরি, রাত ৯টা; নাগরিক টিভি ও টি স্পোর্টস অ্যাপ। ফুটবল উয়েফা ইউরোপা লিগ ফাইনাল ম্যানইউ-টটেনহাম সরাসরি, রাত ১টা; টেন ২ ও ৩। আমারবাঙলা/ইউকে

টিভিতে আজকের খেলা
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
আসসালামু আলাইকুম।আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ।
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)