false
সোমবার (২৬ মে) সকাল ৭টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার রামঘাটলা এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অস্ত্র উদ্ধারকারী দল (২৩ বীর) সফল অভিযান পরিচালনা করে এক কিশোর গ্যাং সদস্যকে অবৈধ অস্ত্রসহ আটক করে। ২৩ বীর, যা ৩৩ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৪৪ পদাতিক ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট, এই অভিযান পরিচালনা করে। রামঘাটলা, কান্দিরপাড় এলাকায় পরিচালিত এ অভিযানে একটি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক যুবক রুদ্র চন্দ্র দাস (২২), পেশায় একজন অনলাইন ব্যবসায়ী। তিনি কুমিল্লার কান্দিরপাড় এলাকার রামঘাটলা ৪৫/১ নম্বর বাড়িতে বসবাস করেন, যা আওয়ামী লীগ অফিসের ঠিক পাশে অবস্থিত। তার পিতা স্বপন চন্দ্র দাস এবং মাতা জয়া দাস। তদন্তে জানা যায়, রুদ্র ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করেছে, যার হাতে রয়েছে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র। তারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে অস্ত্র চোরাচালান করে এবং তা দেশের অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছে। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রুদ্র ও তার সহযোগীরা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এখনও তাদের মাধ্যমে অনেকেই অস্ত্র আমদানি কার্যক্রম পরিচালনা করছে। ২৩ বীরের এই অভিযান কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র চক্র ভাঙার ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। আটক রুদ্রকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আমারবাঙলা/ইউকে

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক; আমদানি চক্র সনাক্ত
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
আসসালামু আলাইকুম।আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ।
Newer Article
চার দিনের সফরে আজ জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা
Older Article
বিএনপি-জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে কী এনসিপির?
চব্বিশে আন্দোলনে সহিংসতার অভিযোগে ৩১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
News DeskAug 12, 2025মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় সই
News DeskAug 12, 2025যাবজ্জীবন দণ্ড পাওয়া ২ জনের সাজা হাইকোর্টে বহাল
News DeskAug 11, 2025
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)