এবার ইমরানের এক্স অ্যাকাউন্ট ব্লক করলো ভারত - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।
demo-image

এবার ইমরানের এক্স অ্যাকাউন্ট ব্লক করলো ভারত

false
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খানের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে ভারত। একই সঙ্গে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স অ্যাকাউন্টও ব্লক করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্ড ও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এক্স অ্যাকাউন্ড ব্লক করে দেয় ভারত। ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নিলো দেশটি। ফলে ভারত থেকে এখন এসব প্রোফাইলে প্রবেশ করা যাচ্ছে না। সেখানে লেখা আসছে-‘আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।’ ভারত সরকারের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এক বিবৃতিতে পিপিপি বলেছে, পেহেলগাম হামলার ঘটনায় আন্তর্জাতিক মঞ্চে বিলাওয়ালের ‘স্পষ্ট ও সাহসী অবস্থানের’ জবাব হিসেবে ভারত এই পদক্ষেপ নিয়েছে। গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এরপর থেকে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে ভারত সরকার পাকিস্তানের বিভিন্ন দপ্তর, সংবাদমাধ্যম, কনটেন্ট ক্রিয়েটর, চলচ্চিত্র তারকা, ক্রীড়াবিদ এবং সাংবাদিকদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে। ইউটিউব, এক্স এবং ইনস্টাগ্রাম-এ এই অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে। আমারবাঙলা/জিজি

Contact Form

Name

Email *

Message *