false
মানবাতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দেশটির রাজধানী ম্যানিলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে গ্রেপ্তার করা হলো। ফিলিপাইন সরকারের বরাতে জানানো হয়, হংকংয়ে এক সফর থেকে ফেরার পর ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় দুতার্তেকে। ভোরে ইন্টারপোল অপরাধ আদালতের কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আনুষ্ঠানিক কপি পায় বলে জানিয়েছে এএফপি। তাকে কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে। আইসিসির তথ্য অনুযায়ী, ৭৯ বছর বয়সী দুতের্তের বিরুদ্ধে ‘হত্যার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের’ অভিযোগ আনা হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত এমন প্রমাণ ছাড়াই কয়েক হাজার দরিদ্র মানুষকে দুর্তেতের নির্দেশে ফিলিপাইনের কর্মকর্তারা হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভোরে ইন্টারপোল ম্যানিলা আইসিসির কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আনুষ্ঠানিক কাগজটি হাতে পেয়েছে। এখন পর্যন্ত তিনি কর্তৃপক্ষের হেফাজতে আছেন।’ বিবৃতিতে আরো বলা হয়, সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো আছে। সরকারি চিকিৎসকেরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। আমারবাঙলা/এমআরইউ

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতের্তে গ্রেপ্তার
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment