false
চট্টগ্রাম নগরীর বলুয়ার দিঘির পাড়ে বসতঘরে আগুন লেগে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়ে তিনজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, মৃতরা সম্পর্কে স্বামী- স্ত্রী। ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে বলুয়ার দিঘির পশ্চিম পাড়ের জাফর সওদাগরের কলোনিতে এই আগুন লাগার ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন মো. ইলিয়াছ (৫০) ও পারভিন আক্তার (৪৫)। আহত ব্যক্তিরা হলেন মো. ফয়সাল (১৯), মো. সোহান (১৯) ও শাহীনা আক্তার (২৩)। ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, আগুন নেভানোর পর পাঁচজনকে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ও মৃত ব্যক্তিদের শরীরে পোড়ার ক্ষত নেই। তবে ধোঁয়ায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকেরা জানান। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন আহমেদ বলেন, আহত তিনজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর অপর দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, তারা সকাল ৬টা ৪২ মিনিটে আগুনের সংবাদ পায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সকাল আটটার দিকে আগুন নেভানো হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, পাঁচটি কাঁচা ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ক্ষতি ১৫ লাখ টাকা। ওই ঘরগুলো থেকে আহত অবস্থায় পাঁচজনকে বের করে আনা হয়। তাদের মধ্যে ধোঁয়ায় দম বন্ধ হয়ে দুজন মারা যান। আমারবাঙলা/এমআরইউ

চট্টগ্রামে বসতঘরে আগুন, দম্পতির মৃত্যু
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment