false
মিয়ানমার থেকে জি টু জি ভিত্তিতে থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে। এসব চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এই বিষয়টি জানান। তিনি বলেন, গভর্নমেন্ট-টু-গভর্নমেন্টের (জিটুজি) ভিত্তিতে মিয়ানমার থেকে মোট ২২ হাজার মেট্রিক টন আতপচাল বাংলাদেশে আমদানি করা হয়েছে। এ সময় এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ সেই চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানি করা চালের ১ম চালান। তিনি আরও বলেন, বর্তমানে জাহাজে থাকা চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত তা খালাসের জন্য কাজ শুরু হবে। এই জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমার বাঙলা/ইউকে

মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন চাল আমদানি
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment