false
জাপানে ২০২৪ সালে স্কুলছাত্রদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে হাইস্কুল ছাত্রদের আত্মহত্যার ঘটনা ছিল ৫১৩; যা ২০২৪ সালে বেড়ে ৫২৭-এ পৌঁছেছে। খবর এএফপির। তবে সামগ্রিকভাবে দেশটিতে আত্মহত্যার প্রবণতা সাত দশমিক দুই শতাংশ কমেছে। ২০২৪ সালে জাপানে মোট ২০ হাজার ২৬৮ জন আত্মহত্যা করেছেন, তার আগের বছর যা ৩৪ হাজার ৪২৭ জন। ডেপুটি চিপ কেবিনেট সেক্রেটারি তোকিওতো তার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা আত্মহত্যার সমস্যাকে অত্যন্ত গুরুত্বসহকারে নিচ্ছি। শিশুদের জীবন রক্ষার্থে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব এবং এমন সমাজ গড়ব যেখানে কেউ তার জীবন নেবে না।’ যদিও অধিকাংশ ছাত্রের আত্মহত্যার কারণ অজানা। তবে অতীতের পর্যালোচনায় দেখা গেছে, পড়াশোনার চাপ, বুলিং, সম্পর্ক, ক্যারিয়ার এবং স্বাস্থ্যগত সমস্যাগুলোর কারণে অনেক ছাত্র আত্মহত্যার পথ বেছে নিয়েছে। জাপানের এই পরিস্থিতি দেশের সামাজিক ও শিক্ষাগত চাপের দিকে নতুন করে নজর দিতে বাধ্য করছে। আমারবাঙলা/এমআরইউ

জাপানে স্কুল শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেড়েছে
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment