কক্সবাজার বাসীকে জসিম উদ্দিন ভাই- এর পক্ষ থেকে ঈদের অভিন্দন ও শুভেচ্ছা । - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

কক্সবাজার বাসীকে জসিম উদ্দিন ভাই- এর পক্ষ থেকে ঈদের অভিন্দন ও শুভেচ্ছা ।


আমি এই কামনা করি এবং কুরবানীর পশু জবাই যথাস্থানে করে সঙ্গে সঙ্গে বর্জ্য অপসারণ করে পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করবো আমরা সবাই।

বারবার ফিরে আসে ‘ঈদ’, ঈদ এর অর্থটাই হচ্ছে আনন্দ। এমন এই দিনকে ঈদ বলা হয়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই জন্য যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জন তা নিয়েই আনন্দ উৎসব করে। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামাত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকে। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামাত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে সারাবিশ্বে প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।



ঈদুল আযহা আমাদের পরমতসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও আত্মত্যাগের শিক্ষা দেয়। ঈদ-উল-আযহার এই শিক্ষা আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে।

আসুন আমরা সকলে ঈদুল আযহার মর্মবাণী ধারণ করে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের উদ্দেশ্যে পশু কোরবানির সাথে সাথে মনের পশুত্বকে জবাই করে সমৃদ্ধ, শান্তিপূর্ণ, বৈষম্যহীন, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত সমাজ তথা দেশ গঠনের শপথ গ্রহণ করি।

শুভেচ্ছান্তেজসিম উদ্দিন (জয়)সহকারী শিক্ষকনিশা কম্পিউটার ইনস্টিটিউট কোর্টবাজার, উখিয়া, কক্সবাজার।

No comments:

Post a Comment