চলাচলের অযোগ্য হয়ে পড়ল কোর্ট বাজার। - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।
demo-image

চলাচলের অযোগ্য হয়ে পড়ল কোর্ট বাজার।

Court+Bazar+1
নিরাপদ সড়ক চাই,
কক্সবাজার লিংক রোড থেকে টেকনাফ সড়ক এর জন্য এলেকার জনগন ও টুরিস্ট গণ বিপদের সমুক্ষিণে আছে, প্রতিদিন রোড এক্সিডেন্ট, কত মায়ের বুক খালি হচ্ছে দিনে দিনে, যেই খানে ১০ মিনিটে পথ যাত্রা ছিল, সেই খানে ৬০ মিনিটের ও বেশি লাগে, এবোলেন্স নিয়ে কোন রোগি কক্সবাজার হাসপাতালে নিয়ে গেলে কতক্ষণ সময় রাস্তার ধারে জ্যামে আঠকে থাকতে সেই জানে যেই এই রোডের পথ যাত্রি ছিল।(একজন পথচারীর কথা)
Court+Bazar+2
“কোর্ট বাজার” কক্সবাজার জেলার এক বড় বাজার হচ্ছে।
এই বাজার দিয়ে যা উখিয়া-টেকনাফ সড়ক। রোহিঙ্গা আসার পর থেকে এই রোড যতটুকু গাড়ি চালিত হয় তত গাড়ি, ঢাকা চিট্টগ্রাম রোডে ও এত গাড়ি চলে না বলে ডেকে আলেকার ড্রাইভার ও বিশেষজ্ঞরা। এতো গাড়ি চালানোর কারণে রাস্তার এত খারাপ অবস্থা নেই যা বলার ভাষা নেই। প্রতিদিন মানুষ রাস্তা জ্যামে  সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে থাকে। এই কোর্ট বাজার বর্ষার পানি জমে আছে আবার কোন জাগায় গর্ত, আর কোন জগতে সমতল, । তাই গাড়ির গাড়ি পড়ে যায় উল্টো যাচ্ছেেএই জন্য সৃষ্টি হচ্ছে জ্যাম, কোর্ট বাজার থেকে পূর্বে পাশে ভালুকিয়ার রোডের ও একই অবস্তা। এই টার কোন ব্যবস্থা নিচ্ছেন না সরকার।

উখিয়া থেকে এম সালাহউদ্দিন আকাশ,
শহীদ এটিএম জাফর আলম (কক্সবাজার-টেকনাফ) শহরের রাস্তায় হাজার হাজার সাধারণ মানুষের ছবি ও স্ট্যাটাসের যৌথ প্রতিবাদের মুখে উখিয়ায়ার ইউএনও নিছারুজ্জামান চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান প্রিন্সিপাল হামিদুল হক চৌধুরী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

সড়কের মেরামতের কাজ শনিবার রাতে শুরু হয়েছে এবং শনিবার রাতে চলছে। আজকাল, সড়ক ট্রাফিক ইট তৈরীর জন্য উপযুক্ত করা হয়েছে। রোডের পাশাপাশি রাস্তা পাশে অবৈধ ভবন অপসারণের জন্য আজও কাজ করবে। ইউনূস নিকরুজ্জামান চৌধুরী বলেন, আমি কোটবাজারের সড়ক বিভাগে কথা বলেছি, তারা কথা বলেনি। তাই আমি শুক্রবার রাতে স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বললাম এবং পানি অপসারণের ব্যবস্থা করেছিলাম। শনিবার আমি ও উপজেলা চেয়ারম্যান গিয়ে পুরো কাজ তত্ত্বাবধান করলাম। রোড সেতু ইট তৈরীর জন্য উপযুক্ত করা হয়েছে।

কোটবাজার বাসীরা জানান “অনেক দিন ধরে এই রাস্থার নির্মাণ কাজ চলছে। কিন্তু কাজ শেষ হচ্ছেনা এখনো, এতে কোটবাজার-এর অনেক মানুষের কষ্ট হচ্ছে বাস্থায় চলাচল নিয়ে। তারা আরো জানান এনজিও না আসার আগে চলাছলের বাস্থা অনেক অংশে ভাল ছিল। এনজিও-এর জন্যে তাদের আজ এই অবস্থা” 
 রোববার অবৈধ স্থাপনাগুলি সরিয়ে দেওয়ার পাশাপাশি মাইকিংয়ে-ও কাজ করবে। ড্রেন পরিষ্কার করুন। স্থানীয় মানুষের সচেতন হওয়া উচিত যে রাস্তার পাশে নোংরা রাক নেই। প্রশাসন জনগণের কষ্ট নিতে চেষ্টা করছে। এটা সব সহযোগিতা প্রয়োজন।


Contact Form

Name

Email *

Message *