false
ঈদুল আজহার পর থেকেই শাকিব খানকে ঘিরে বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর ছড়িয়েছিল। এর মধ্যে শোনা যাচ্ছিল, রায়হান রাফী ও মেহেদী হাসানের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন। তবে সেগুলো গুজব হিসেবেই রয়ে গেছে। এদিকে গত সপ্তাহে হঠাৎ করেই জানা যায়, ঢালিউডের শীর্ষ এই নায়ক নাম ঠিক না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তার পর থেকে শোনা যাচ্ছে, শাকিব খান নতুন সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন দ্বিগুণ। এমনকি সাইনিং মানিও আগের চেয়ে বাড়িয়েছেন। এমনটাও শোনা যাচ্ছে, বাড়তি পারিশ্রমিকের কারণে কেউ কেউ শাকিব খানকে ঘিরে সিদ্ধান্তে পরিবর্তন আনছেন। সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া শাকিব খানের নতুন এ সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। তিনি এর আগে নাটক নির্মাণ করতেন। এই সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক ঘটছে। বর্তমানে সিনেমাটির প্রি–প্রোডাকশনের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন বলে জানালেন আবু হায়াত। কারণ, আগামী অক্টোবরে তাঁরা শুটিংয়ের পরিকল্পনা করছেন। ঈদুল ফিতরে মুক্তির পাবে। প্রচার হলো, এই সিনেমার জন্য শাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এমনকি এক কোটি টাকা সাইনিং মানি নিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে এই পরিচালক বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই ছড়ায়। যার যা মন চায় লিখে দিলেই হলো। এগুলো নিয়ে দর্শকদের অনুরোধ করব গুজবে কান দেবেন না।’ আপনাদের সিনেমা থেকে শাকিব খান পারিশ্রমিক ও সাইনিং মানি তাহলে কত নিচ্ছেন-এমন প্রশ্নে পরিচালক আবু হায়াত বলেন, ‘এগুলো নিয়ে আমরা আপাতত কোনো কথা বলতে চাই না। আমরা যে তথ্য জানাতে পারব, সেটা ইতিমধ্যে জানিয়েছি।’ এর আগে ঢালিউডের বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে বছরের শুরুতেই জানা গিয়েছিল, শাকিব খান সিনেমা প্রতি দেড় কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এর মধ্যে শোনা যাচ্ছে, পারিশ্রমিক দ্বিগুণ করার গুজব। শাকিব খান বর্তমানে পারিশ্রমিক কত নিচ্ছেন-এই নিয়ে শাকিব–ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শাকিব খান কখনোই হঠাৎ করে পারিশ্রমিক বাড়ান না। বর্তমানে তাঁর চাহিদা রয়েছে বলেই তিনি পারিশ্রমিক কিছুটা বাড়িয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে সেই সূত্র জানায়, শাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন না। তবে পারিশ্রমিক দুই কোটির বেশি। কত বেশি, সেটা অবশ্য জানা যায়নি। সাইনিং মানি সম্পর্কে সূত্রটি জানায়, শাকিব বর্তমানে সিনেমার জন্য প্রায় কোটি টাকার মতো সাইনিং মানি নিচ্ছেন। সাইনিং মানি নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এই অর্থ ৭০ লাখ টাকার বেশি। এদিকে এটাও শোনা যাচ্ছে, আগামী অক্টোবর থেকে মেহেদী হাসান পরিচালিত নতুন একটি সিনেমায় শাকিব খান চূড়ান্ত কথা দিয়েছিলেন। পরে পারিশ্রমিক বেশি হওয়ার কারণে সরে যাওয়ার পরিকল্পনা করেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার। তিনি ‘বরবাদ’ সিনেমা প্রযোজনা করেছিলেন। তবে এই প্রযোজক বলেন, এমন খবরের কোনো সত্যতা নেই। তিনি বলেন, ‘আমার সম্পর্কে শাকিব ভাই জানেন। আমিও তাঁর সম্পর্কে জানি। তিনি যদি আমার কাছে কোনো পারিশ্রমিক চান, সেটা নিয়ে আমি অবশ্যই কোনো কথা বলব না। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেগুলো আমাকে অনেকেই পাঠাচ্ছেন। এগুলো আসলে সত্য নয়। আমাদের ভালো সম্পর্ক, এখানে পারিশ্রমিক নিয়ে কথা হওয়ার কোনো মানেই হয় না।’ তাহলে শাকিব খান হঠাৎ আপনাদের পরবর্তী ঈদুল ফিতরের সিনেমার পরিকল্পনা থেকে সরে গেলেন কেন? এই প্রযোজক বলেন, ‘প্রথমত, অবশ্যই পারিশ্রমিকের কারণে নয়। দ্বিতীয়ত, আমরা পুরো পরিকল্পনা করেছিলাম ঈদুল ফিতরে আসার জন্য। যখন শাকিব ভাই আরেকজন নতুন নির্মাতাকে সুযোগ দিলেন, তখন আমাদের বলার কিছু নেই। কারণ, সবাই চাইবে শাকিব খানকে নিয়ে সিনেমা করতে। আমরা যেহেতু দুটি গল্প নিয়ে কাজ করছি; সেখান থেকে একটি ঈদুল ফিতরে নিয়ে আসছি। আমরা প্রাথমিকভাবে শরীফুল রাজ, সিয়াম, শুভ ও নিশোর কথা ভেবেছি। এ ছাড়া একদম নতুন কাউকে নিয়ে রোজার ঈদে আসব। তবে আমরা শাকিব খানের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখি। এটা ঢালিউডের জন্য ভালো।’ এখন আর আগের মতোই এক ঈদে একাধিক সিনেমা মুক্তি দিতে চান না শাকিব খান। প্রতি ঈদে একটি করে সিনেমা নিয়ে আসবেন। সেখানে ঈদুল ফিতরের হিসাব শেষ। অন্যদিকে ঈদুল আজহায় আলফা আই প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় কাজ করবেন শাকিব খান এটাও অনেকটাই চূড়ান্ত করেছেন। সিনেমাটি নিয়ে কোনো সাইনিং হয়েছে কি না—জানতে চাইলে প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, তাঁদের সঙ্গে এই নায়কের সম্পর্ক ভালো। তাঁরা উভয়েই সিনেমার সঙ্গে শুরু থেকে যুক্ত থাকেন। সিনেমাটি হচ্ছে এটাই চূড়ান্ত। এখনো সাইনিং হয়নি। পরিচালক কে সেটাও জানা এখনো জানাতে চান না। প্রযোজক হিসেবে শাকিবের তিন কোটি টাকা পারিশ্রমিক প্রসঙ্গে শাকিল বলেন, ‘আমরা অনেক তারকা নিয়ে কাজ করি। সেখানে ফেসবুকে কারও পারিশ্রমিক শুনে নির্ধারণ করলাম, বিষয় তা নয়। আমরা পেশাদারভাবে কাজ করার চেষ্টা করি। আমাদের চিন্তা করতে হয়, লগ্নি ফিরে আসবে কি না। সিনেমার বাজার ও চাহিদার ওপর নির্ভর করে তৈরি হয় কারও পারিশ্রমিক। সেখানে আমাদের সিনেমার সময় যদি শাকিবের ১০ কোটি টাকার পারিশ্রমিকের জায়গা থাকে, সেটা সেভাবেই নির্ধারিত হবে। আবার এক বা দুই কোটি হলে সেভাবেই। এটা নিয়ে আগেই কিছু বলতে চাই না। আর অন্যরা কে কত টাকা দিচ্ছেন, সেটা তো জানি না। এটা তাদের ব্যাপার।’ আমারবাঙলা/জিজি

শাকিবের নতুন সিনেমার পারিশ্রমিক ও সাইনিং মানি কত
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment