false
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। কোনো ম্যাচেই ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে, সেই দ্বিতীয় ওয়ানডেতে পারভেজ হোসেনের করা ৬৭ রানই তিন ম্যাচ মিলিয়ে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। বড় জুটি যেমন হয়নি, ব্যাটসম্যানরাও বড় ইনিংস খেলতে পারেননি। ব্যাটসম্যানদের এই ব্যর্থতা নিয়ে আজ আক্ষেপ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবি পরিচালক আকরাম খান। ক্রিকেটাররা স্বাভাবিক ক্রিকেট খেলতে পারছেন না বলে মত তাঁর। মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা, যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি, সেটা খেলছে না। হয়তো ওভার কনসাস (অতিরিক্ত সতর্কতা)। আমার কাছে মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট। হয়তো অনেক চাপ নিয়ে নিচ্ছে।’ ক্রিকেটারদের এত চাপ নেওয়ার কারণও বুঝতে পারছেন না আকরাম, ‘দূর থেকে খেলা দেখে আমার মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কিসের জন্য চাপে থাকে, আমি জানি না। কিন্তু আপনি বেশি চাপে থাকলে স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবেন না। ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে।’ শুধু ব্যাটিং নয়, মাঠে ক্রিকেটারদের আচরণ নিয়েও অসন্তুষ্ট আকরাম। দ্বিতীয় ওয়ানডেতে রান আউট হয়ে যাওয়ার পর ক্ষোভে ব্যাট ছুড়ে মারেন তাওহিদ হৃদয়। এ ঘটনার দিকে ইঙ্গিত করে আকরাম বলছেন, ‘কিছু অ্যাটিটিউডও আছে, যেগুলো দলে প্রভাব ফেলে। কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে...এখানে কিন্তু কেউ সেরা খেলোয়াড় না, যারা খেলে সবাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এসব করলে টিম কিন্তু দিন দিন নেগেটিভ দিকেই যাবে। প্রপার ক্রিকেট খেলতে হলে আপনাকে সবকিছুতেই উন্নতি করতে হবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের সব কটিতেই অলআউট হয়েছে বাংলাদেশ। ব্যাটসম্যানরা পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেননি। শেষদিকে ব্যাটিংয়ের হাল ধরতে হয়েছে বোলারদের। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ম্যাচে ৮ নম্বরে নেমে ২১ বলে ৩৩ রান করেছিলেন তানজিম, বাংলাদেশের ২৪৮ রানের স্কোর পাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেটি। ব্যাটসম্যানদের নিয়ে হতাশা প্রকাশ করে আকরাম বলেন, ‘এগুলো হলো ভেরি নরমাল বেসিক, ব্যাটসম্যানদের জন্য। এগুলো করতেই হবে। অন্য দলগুলো, যারা (ভালো) খেলে, তাদের মধ্যে এই ভুলগুলো পাবেন না। হয়তো ওরা ম্যাচ হারে, জেতে (কিন্তু এমন সমস্যা তাদের নেই)। এই সমস্যাগুলো বিরাট হয়ে দাঁড়াচ্ছে। একটা–দুইটা ম্যাচে হলে ঠিক আছে, কিন্তু দিন দিন এটা হয়েই যাচ্ছে-গত দুই বছর থেকে আমি দেখছি ব্যাটসম্যানদের বিরাট সমস্যা। এখান থেকে বের হতেই হবে। নয়তো আপনি পারফর্ম করতে পারবেন না, চাপে পড়বেন, সবকিছু নেতিবাচক হবে।’ আমারবাঙলা/জিজি

‘ক্রিকেটাররা কিসের চাপে থাকে আমি জানি না’
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment