false
বছরখানেক আগে শেষবারের মতো বড় পর্দায় দেখা যায় মাহিয়া মাহিকে। ‘রাজকুমার’ নামে সে ছবিতে তাঁর চরিত্রটি অতিথির। অল্প সময়ের সেই উপস্থিতি তাঁকে আলোচনায় আনতে পারেনি। তার আগে অবশ্য ‘বুবুজান’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী ছিলেন। সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটা সময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িয়ে পড়েন এই তারকা। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সিনেমায় আবার নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। তবে ফেসবুকে সরব থাকার কারণে সিনেমায় অভিনয় না করেও ছিলেন আলোচনায়। এবার ঢালিউডের এই তারকা আলোচনায় চুপিসারে দেশ ছাড়ায়। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে মাহিয়া মাহির। প্রথম সিনেমায় নিজের দিকে আলো টেনে নেন। একের পর এক সাফল্য আসতে থাকে। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নায়কদের বিপরীতেও অভিনয়ে দেখা যায় তাঁকে। কিন্তু বছর দুয়েক ধরে নতুন কোনো সিনেমায় নেই তিনি। তাই খুব একটা খবরেও নেই। তবে এবার একেবারে ভিন্ন এক কারণে আলোচনায় এল তাঁর নাম, নীরবে-নিভৃতে দেশ ছেড়েছেন এই ঢালিউড নায়িকা। জানা গেছে, তাঁর গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার খবরটি মাহি জানিয়েছেন তাঁর ফেসবুক পোস্টে। গত বৃহস্পতিবার নিজের ফেসবুকে উড়োজাহাজের ভেতরকার কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন, চেকইন ছিল নিউইয়র্ক। স্থিরচিত্রে মাহিয়া মাহিকে বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেছে। মাহি তাঁর ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ যুক্তরাষ্ট্রে কী উদ্দেশ্যে যাওয়া, সে ব্যাপারে কিছুই বলেননি এই তারকা। সংবাদমাধ্যমকে শুধু জানালেন, যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির পর আর যাওয়া হয়নি দেশটিতে। তাই এবার একটু সময় বের করে গেলেন। একমাত্র সন্তান বাংলাদেশে আছে, ঘোরাঘুরি শেষে আবার খুব দ্রুত দেশে ফিরবেন। শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’ দিয়ে, ২০১২ সালে সিনেমায় যাত্রা শুরু মাহির। এরপর একে একে উপহার দিয়েছেন ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘দবির সাহেবের সংসার’, ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’, ‘নবাব এলএলবি’র মতো সিনেমা। আমারবাঙলা/জিজি

দেশ ছেড়ে মাহি বললেন, ‘ধন্যবাদ, বিদায়’
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment