false
খ্যাতিমান চিত্রশিল্পী ও নড়াইলের শিশুস্বর্গের শিক্ষক সমীর মজুমদার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। শনিবার (৩১ মে) সকাল ৮টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমীর মজুমদার ছিলেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্নেহধন্য ছাত্র ও দেশের শিল্প আন্দোলনের অন্যতম কর্মী। সমীর মজুমদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিল্পী মোজাই জীবন সফরী। তিনি বলেন, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সমীর মজুমদার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। শনিবার সকালে তার মৃত্যু হয়। সমীর মজুমদার শুধু একজন প্রতিভাবান চিত্রশিল্পীই নন, তিনি ছিলেন শিশুদের কাছে এক অনন্য অনুপ্রেরণা। এস এম সুলতানের কাছ থেকে শিল্পচর্চার দীক্ষা নেওয়া সমীর শিল্পী সুলতানের ভাবধারাকে বুকে ধারণ করে আজীবন শিশুদের নিয়ে শিল্পের জগৎ গড়ে তোলেন। শিশুদের চিত্রশিল্প শেখানোর পাশাপাশি তাদের মনোজগতে আলোকিত চিন্তার বীজ বুনে দিয়েছেন তিনি। তার হাতে গড়া ‘শিশুস্বর্গ’ একটি ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে শিশুরা অবাধে নিজেদের কল্পনাকে রঙ তুলিতে প্রকাশ করার সুযোগ পায়। চিত্রশিল্পের জগতে সমীর মজুমদারের অবদান অসামান্য। দেশের বিভিন্ন স্থানে তার একক ও যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তিনি তার চিত্রের মাধ্যমে সমাজ, প্রকৃতি ও মানবিক অনুভূতিগুলোর গভীর ব্যাখ্যা তুলে ধরেছেন, যা অনেক দর্শককে অনুপ্রাণিত করেছে। শিল্পী সমীর মজুমদারের জন্ম নড়াইলে ১৯৭০ সালের ৬ মার্চ। প্রয়াত এ শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তার জন্মভূমি নড়াইলের পাঙ্কোবেলা এলাকায়। সেখানে আজ সন্ধ্যায় তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। আমারবাঙলা/জিজি

খ্যাতিমান চিত্রশিল্পী সমীর মজুমদার মারা গেছেন
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
আসসালামু আলাইকুম।আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ।
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)