false
পারমাণবিক চুক্তি স্বাক্ষর নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানকে নানা হুমকি দিয়ে আসছে। এর মাঝে আগামী শনিবার (১১ এপ্রিল) একটি সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করবে যুক্তরাষ্ট্র। এমন ঘোষণা আগেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে এবং এ বিষয়ে একটি চুক্তি সই করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে ছয়টি পরমাণু বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র-গ্রেড ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। আর রাশিয়া বলেছে ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব ক্লান্ত হয়ে পড়ছে এবং দেশটিতে বোমা হামলা শান্তি আনবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে বিশ্বমহল ও তেহরানের মধ্যে উত্তেজনার কারণ। ১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রের সহায়তায় এ কর্মসূচি শুরু হলেও ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান-ওয়াশিংটনের ঘোর বিরোধিতা শুরু হয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কিছু ইউরোপীয় দেশ দাবি করে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান এ দাবি অস্বীকার করে আসছে। ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে তার দেশকে বের করে আনেন। ২০১৫ সালে ওই চুক্তি সই হয়। তিনি হুঁশিয়ার করে দিয়েছেন যে আলোচনা সফল না হলে ইরানকে ‘বিরাট বিপদে’ পড়তে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান গত জানুয়ারির মাঝামাঝি এনবিসি নিউজকে বলেন, তেহরান পারমাণবিক বোমা অর্জনের লক্ষ্যে কাজ করছে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাই গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে ট্রাম্প সতর্ক করে দেন, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তরফে সম্ভাব্য সামরিক হামলার সম্মুখীন হওয়া এড়াতে একটি চুক্তি করতে চান তিনি। পরে সোমবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একটি বৈঠকে ট্রাম্প ইরানের সঙ্গে আসন্ন আলোচনার খবরটি প্রকাশ করেন। পরদিন মঙ্গলবার (৮ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না দেওয়ার ব্যাপারে তারা দুজনই সম্মত হয়েছেন। তিনি আরো বলেন, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে ‘সামরিক বিকল্প’ গ্রহণ করা হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এ আলোচনা ও চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই প্রথমে কোনো ‘সামরিক পদক্ষেপকে বিকল্প হিসেবে গ্রহণ করার’ বিষয়টি বাদ দিতে রাজি হতে হবে। আবার, ইরান ‘কখনোই জোরজবরদস্তি মেনে নেবে না’ বলেও মন্তব্য করেন তিনি। আব্বাস আরাগচি গুরুত্বের সঙ্গে আরো উল্লেখ করেন, ওমানে ওই সমঝোতা আলোচনা পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে। তার এ বক্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্ময় জাগানো ঘোষণার বিপরীত। ট্রাম্প গত সোমবার বলেছেন, দুই দেশের মধ্যে ‘সরাসরি আলোচনা’ হবে। ইরান বরাবর জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং তারা কখনো পরমাণু অস্ত্রের উন্নয়ন করতে বা এটির অধিকারী হতে চায় না। তবে, ইরানের ওপর সাত বছর আগে মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর এর প্রতিশোধ হিসেবে দেশটি বিদ্যমান পরমাণু চুক্তির বিধিনিষেধ ক্রমেই বেশি লঙ্ঘন করে আসছে। ইতোমধ্যে দেশটি কয়েকটি পরমাণু বোমা তৈরিতে যথেষ্ট উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ে তুলেছে। এমন প্রেক্ষাপটে ইরানের সঙ্গে আলোচনায় বসতে ও চুক্তি সইয়ে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওমানে অনুষ্ঠেয় আলোচনা হবে খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘আলোচনা সফল না হলে ইরানের জন্য খুব খারাপ দিন আসবে।’ মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত এক মতামত কলামে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, তারা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ও চুক্তি সই করতে আন্তরিকভাবে তৈরি আছেন। তিনি আরো বলেন, আমরা ওমানে শনিবার পরোক্ষ আলোচনায় বসব। এটি যেমন একটা সুযোগ, তেমন একটা পরীক্ষাও। এদিকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরান থেকে অস্ত্র কিনেছে এবং এ বছরের শুরুতে দুই দেশ ২০ বছরের কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তবে ১৬শ’ শতাব্দীতে রাশিয়া ও পারস্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের সম্পর্ক মাঝে মধ্যে জটিল হয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে, রাশিয়া কঠোর ভাষা ব্যবহার করলেও মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধে জড়াতে সতর্ক। ইরান-রাশিয়া চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা ধারা অন্তর্ভুক্ত নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন, বিশেষ করে পশ্চিমা বিশ্ব দুই দেশকেই শত্রু হিসেবে দেখে। তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু করতে মস্কো আগ্রহী নয়। ছয়টি পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ইরান: মার্কিন সিনেটর ছয়টি পরমাণু বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র-গ্রেড ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের কাছে ছয়টি বোমা তৈরির জন্য যথেষ্ট উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তারা এটি ব্যবহার করবে। ইরান ছয়টি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। তারা ইসরায়েলকে শেষ করবে। তারা আমাদেরও পিছু নেবে। তবে, গ্রাহাম তার দাবির পক্ষে কোনো প্রমাণ বা সূত্র প্রকাশ করেননি। অন্যদিকে, গত ৭ মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার মাইকেল কুরিলা জানিয়েছিলেন, তেহরান এখনো পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি। ইরানে বোমা হামলা শান্তি আনবে না: রাশিয়া রাশিয়া বলেছে, ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব ক্লান্ত হয়ে পড়ছে এবং দেশটিতে বোমা হামলা শান্তি আনবে না। মস্কো আরো সতর্ক করে বলেছে যে ইরান ইতোমধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা বলেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব সত্যিই ক্লান্ত। বোমা হামলা করে শান্তি আনা যায় না- এ বোধ এখন বাড়ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো যুক্তরাষ্ট্রের অত্যন্ত কঠোর বক্তব্য সম্পর্কে সচেতন এবং ইরান প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। তার মতে, সংঘাতের বদলে সংলাপের ওপর জোর দেওয়া উচিত। জাখারোভা বলেন, রাশিয়া এমন সমাধান চায়, যা পশ্চিমের সন্দেহ দূর করবে এবং আস্থা ফিরিয়ে আনবে। ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে একতরফা বেরিয়ে যায়, যার জবাবে ইরান চুক্তির শর্ত লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে দেয়। জাখারোভা বলেন, অন্যরা চুক্তি ভেঙেছে, এর দায় ইরানের ওপর চাপানো যায় না। আমারবাঙলা/এমআরইউ

পারমাণবিক চুক্তি স্বাক্ষর নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment