false
যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের আর বোলিং করতে বাধা নেই। সাকিবকে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। গত বছর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। এরপর বার্মিংহামের অনতিদূরের এই লাফবোরোর ল্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। চেন্নাইয়ের পরের পরীক্ষায়ও সুসংবাদ পাননি তিনি, যেটা পেলেন এবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ফিরে গিয়ে। সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তার সর্বশেষ পরীক্ষাটি হয়েছে ৯ মার্চ, যার ফলাফল সাকিব জেনেছেন বুধবার (১৯ মার্চ)। তার বোলিং অ্যাকশন এখন বৈধ। পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত। এক-দুটি ডেলিভারিতে সামান্য সমস্যা থাকলেও তা ধর্তব্যের মধ্যে আনেননি লাফবোরোর বিশেষজ্ঞরা। সূত্র জানিয়েছে, এ পরীক্ষার উদ্দেশ্যে গত ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান সাকিব। লন্ডনের কেনিংটন ওভালের কাছের এক হোটেলে দুই সপ্তাহের মতো থেকে সারে দলের সঙ্গে অনুশীলন করেছেন কিয়া ওভালেই। অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে। প্র্যাকটিস উইকেট থেকে শুরু করে বিশেষজ্ঞ কোচ, জিমনেসিয়াম— সব লজিস্টিক সুবিধাই সাকিব সেখানে পেয়েছেন। অবশ্য সারেরও উদ্দেশ্য আছে তাতে। রাজনৈতিক কারণে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত সাকিবকে দলে পেতে চায় তারা। সারের সহযোগিতায় বোলিং নিয়ে কাজ করার পাশাপাশি সাকিব সেখানে নিয়মিত ব্যাটিং অনুশীলনও করেছেন। রোজা রেখেই প্রতিদিন চার ঘণ্টা করে অনুশীলন করেছেন তিনি। প্রায় দুই সপ্তাহের এই অনুশীলনের পর তৃতীয়বার পরীক্ষা দিয়ে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেলেন সাকিব। ছাড়পত্র পেলেন যেকোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করার। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সংবাদমাধ্যম থেকে দূরে থাকা সাকিব অবশ্য এ বিষয়েও কোনো প্রতিক্রিয়া দেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি নিরুত্তরই থেকেছেন। অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেলেও দেশের ক্রিকেটে ফেরার সুযোগ আবার তিনি কবে পাবেন, সেটি অবশ্য এখনো জানা নেই কারোই। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন বলে জানা গেছে। আমারবাঙলা/এমআরইউ

বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ সাকিব
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
.png)
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment