নিশা কম্পিউটার ইনিষ্টিটিউটের-
২৮ তম ও ২৯ তম ব্যাচের পরীক্ষা সম্পন্ন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত নিশা কম্পিউটার ইন্সটিটিউট হতে এবার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও কম্পিউটার হার্ডওয়ার এন্ড নেটওয়ার্কিং এর ১১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরিক্ষা অনুষ্ঠিত হয় কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ।
২৮তম ও ২৯তম ব্যাচের সমাপনী পরীক্ষা
বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ২৮তম ব্যাচের (জানুয়ারী-জুন'১৯) সেশন এবং ২৯তম ব্যাচের (এপ্রিল-জুন'১৯) চুড়ান্ত সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তারিখ : ৫ জুলাই’১৯
পরীক্ষার সময় : সকাল ১০টা।
স্থান : কক্সবাজার পলিটেকনিক্যাল ইন্সটিটিউট।
পরীক্ষার সময় : সকাল ১০টা।
স্থান : কক্সবাজার পলিটেকনিক্যাল ইন্সটিটিউট।
(লিখিত পরিক্ষা সকাল ১০ টায় এবং ব্যবহারিক পরিক্ষা দুপুর ২টা। উভয় পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে, অন্যথায় ফলাফল ফেইল আসবে)
"কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, দরিদ্রমুক্ত সমৃদ্ধ জীবন"
ভর্তি বিজ্ঞপ্তি
কারিগরী শিক্ষা ও প্রশিক্ষন, দারিদ্রমুক্ত সমৃদ্ধ জীবন।
"নিশা কম্পিউটার ইনিষ্টিটিউট "
কারিগরী শিক্ষা ও প্রশিক্ষন, দারিদ্রমুক্ত সমৃদ্ধ জীবন।
"নিশা কম্পিউটার ইনিষ্টিটিউট "
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত নিশা কম্পিউটার ইনস্টিটিউট (৭৪০৪৫) এ জুলাই-সেপ্টেম্বরও জুলাই-ডিসেম্বর (৩/৬ মাস ) “কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন” (০০৭৬) কোর্সে ভর্তি চলিতেছে।
যোগাযোগঃ Call 01818-938321
ইমেল: nishacomputer.cot@gmail.com
সরাসরিঃ সকাল ০৮:০০ থেকে রাতা ১০টা।জম-জম সুপার মার্কেট ২তলা,কোর্টবাজার, উখিয়া, কক্সবাজার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত'"নিশা কম্পিউটার ইনিষ্টিটিউট"
No comments:
Post a Comment