জাদুঘরের সামনে বিডিআর সদস্যদের অবস্থান, ‘যমুনা’ ঘেরাওয়ের হুমকি - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

জাদুঘরের সামনে বিডিআর সদস্যদের অবস্থান, ‘যমুনা’ ঘেরাওয়ের হুমকি

false
বিডিআর হত্যাকাণ্ডের সময় চাকরিচ্যুত বাহিনীটির সদস্যরা তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। আজও শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন তারা। দুপুর ১২টার মধ্যে তাদের দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা এই হুমকি দেন। বিডিআর পরিবারের সন্তান মারুফ সরকার বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ২০০৯ সালে ষড়যন্ত্রের শিকার চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর এবং কারাবন্দি বিডিআর সদস্যদের ন্যায়বিচার ও ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে আজকে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছি। তিনি জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি এর মধ্যে দাবি পূরণ না হয় তাহলে দুপুর ১২টা ৫ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনার অভিমুখের পদযাত্রা করা হবে। এর আগে সোমবার (২৩ জুন) সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা। সেখান থেকে তাদের যাওয়ার কথা ছিল সচিবালয়ের দিকে। কিন্তু তারা সিদ্ধান্ত বদল করে শাহবাগ মোড় হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চেয়েছিলেন। এজন্য তারা দুপুর ১টার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ মোড় হয়ে বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ। প্রায় ঘণ্টাখানেক পর পুলিশের অনুরোধে তারা সড়ক থেকে সরে যান। পরে অবস্থান নেন জাতীয় জাদুঘরের সামনে। আমারবাঙলা/জিজি

No comments:

Post a Comment