বাংলাদেশ সেনা চাকরির বিজ্ঞপ্তি ২০১৯ - সবার জন্য শিক্ষা, লেখাপড়া বিষয়ক বাংলাদেশের প্রথম ব্লগ সাইট।

সাম্প্রতিক

বাংলাদেশ সেনা চাকরির বিজ্ঞপ্তি ২০১৯

কাজের শিরোনাম: চিত্র ফাইল দেখুন।শিক্ষাগত যোগ্যতা: ছবি ফাইল দেখুন দয়া করে।কর্মসংস্থান টাইপ: স্থায়ী।ক্ষতিপূরণ এবং বেনিফিট: সরকারী বেতন-মাপ অনুযায়ী।বয়স সীমা: চাকরি বৃত্তাকার দেখুন।আবেদন সংক্রান্ত ওয়েবসাইট: www.army.mil.bd এবং joinbangladesharmy.army.mil.bd


বাংলাদেশ সেনা চাকরির বিজ্ঞপ্তি ২০১৯
৭৪ তম ডিএসসিসি (এএমসি)



আবেদন শেষের তারিখ: ২০ জুলাই ২০১৯

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯

অনলাইন আবেদন করুন: sainik.teletalk.com.bd

৫৩ বিএমএ বিশেষ কোর্স বিজ্ঞপ্তি ২০১৯বাংলাদেশ সেনাবাহিনীতে ৫৩ তম বিএমএ বিশেষ কোর্স- ইঞ্জিনিয়ার্স / সিগন্যালস / ইএমই / এসি ও ৪৬ তম ডিএসএসসি (আরভিএন্ডএফসি) কোরে নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আবেদনের সূুরুর তারিখ: ২৮ জুন ২০১৯।
আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই ২০১৯।
আবেদনের যোগ্যতা: বয়স: প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২০ অবধি ঊর্ধ্ব ২৮ বছর।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি), ওজন ৫৭ কেজি (১২৬ পাউন্ড), বুকের আকার স্বাভাবিক অবস্থায় 0.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারিত অবস্থা 0.৮১ মিটার (৩২ ইঞ্চি) হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি), ওজন ৪৯ কেজি (১০৯ পাউন্ড), বুকের আকার স্বাভাবিক অবস্থায় 0.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারিত অবস্থা 0.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ প্রার্থীদের নিম্নবর্ণিত কোর্সসমূহে বর্ণিত যোগ্যতা প্রয়োগ করতে পারবেন।
ইঞ্জিনিয়ার্স কোর-পুরুষ / মহিলা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং / নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং / আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে প্রথম শ্রেণী / সিজিপিপিএ -৩ (সিজিপিপিএ ৪-এর মধ্যে) পেতে হবে।
সিগন্যালস কোর-পুরুষ: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিননিরিং এবং ইলেক্ট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণী / সিজিপিপিএ -৩ (সিজিপিএ ৪-এর মধ্যে) পেতে হবে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর-পুরুষ / মহিলা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল, নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড ক িউনিকেশন ইঞ্জিনিয়ারিংয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়রিং বিষয়ে প্রথম শ্রেণী / সিজিপিএ -৩ (সিজিপিএ ৪-এর মধ্যে) পেতে হবে।
রিমেট ভেটেরিনারী এবং ফার্ম কোর-পুরুষ: এসএসসি এবং এইচএসসি পৃথকভাবে জিপিএ ৪.০০ এবং ডিভিএম / ডিভিএম এবং এএইচ ডিগ্রী সহ আন্তর্নিশিপ সম্পন্নকারী এবং কমপক্ষে সিজিপিএএ ৩.০০ প্রাপ্ত হওয়া (৪.০০ এর মধ্যে)।
আর্মি অ্যাডুকেশন কোর- পুরুষ / মহিলা: এসএসসি এবং এইচএসসি পৃথকভাবে জিপিএ ৪.০০ এবং পদার্থবিদ্যা / গণিত / রসায়ন / আন্তর্জাতিক সম্পর্ক / ফিন্যান্স / আরবী / বাংলা / ইংরেজী বিষয়ে সিজিপিপিএ ৩.০০ (৪.০০) স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রী হবে।
জাতীয়তা: প্রার্থীদের জন্ম / ডোমিশাইল সূত্র বাংলাদেশের হতে হবে।
বৈবাহিক অবস্থা: পুরুষ: অবিবাহিত হতে হবে। তবে ২ জানুয়ারী ২0২0 তারিখে ২6 বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন।
মহিলা প্রার্থী: অবিবাহিতা / বিবাহিতা।
joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীরা টেলিটক এসএমএস বা ভিসা এবং মাস্টার কার্ড বা ট্রাস্ট ব্যাংক মোবাইল মান, বিকাশ, রকেট এর মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি দিতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার পরে তাত্ক্ষণিকভাবে লিখিত পরীক্ষা কল-আপ লেটার পাওয়া যায়।
বিএমএ প্রশিক্ষণ: নির্বাচিত হওয়ার পরে প্রার্থীদের ক্যাডেট হিসেবে বিএমএতে ২৪ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করা হবে।
কমিশন ও পশ্চিমা প্রবীণতা: প্রশিক্ষণ শেষে প্রার্থীদের সরাসরি ক্যাপ্টেন পদে কমিশন প্রদান এবং ক্যাপ্টেন পদে কমিশন তারিখ থেকে ২ বছর পশ্চিমা প্রবীণতা প্রদান করা হবে।
সুযোগ সুবিধা: 
বেতন ও ভাতা: দেশে-বিদেশে উন্নত প্রশিক্ষণ এবং উচ্চতর ডিগ্রী সুযোগ। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদান সুযোগ, বাসস্থান প্রাপ্তি এবং বিনা খরচে বিদেশে চিকিৎসা লাভ সুযোগ, নির্দিষ্ট শর্তাবলী ডিওএইচএসএস / এএইচএস-এ প্লট / ফ্ল্যাট প্রাপ্ত সুবিধা, নিজ সন্তানদের ক্যাডেট কলেজ, আর্মড ফরসেস মেডিকেল কলেজ, বিইউপি, এমআইএসটি এবং সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত স্কুল / কলেজ অধ্যয়ন সুযোগ।

অনলাইন আবেদন করুন: sainik.teletalk.com.bd

আরো বিজ্ঞপ্তি......................

No comments:

Post a Comment