সরকারি প্রাথমিক বিদ্যালয় "সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮৮" জেলা ও উপজেলা নির্ধারণের মাধ্যমে ৪ টি ধাপে অনুষ্ঠিত হবে। মে ২৪, ২০১৯ এর প্রথম ধাপে লিখিত পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ের লিখিত পরীক্ষা ৩১ মে ২০১৯, তৃতীয় পর্বের পরীক্ষা ২১ জুন ২০১৯ এবং ৪ র্থ (চূড়ান্ত) পর্যায়ের পরীক্ষা ২৮ জুন ২০১৫ অনুষ্ঠিত হবে।
সব পদক্ষেপ সকাল ১০:৩০থেকে ১১:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। যাইহোক, প্রার্থীদের অবশ্যই ৯:৩০ এ তাদের নিজস্ব কেন্দ্র প্রবেশ করতে হবে।
আবেদনকারীর মোবাইল নম্বরের সময়, 01550-155555 থেকে সময়সীমার কাছ থেকে ভর্তি কার্ড ডাউনলোড করুন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।৫ দিন আগে ওয়েবসাইট http://dpe.teletalk.com.bd or http://admit.dpe.gov.bd/att/applicant/login থেকে ভর্তি ফর্ম ডাউনলোড করতে পারেন।
ভর্তি কার্ড ডাউনলোড নমুনা:
![]() |
এখানে ক্লিক করুন |
ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারঃ রিকভারি ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড অপশনের মাধ্যমে পুনরুদ্ধার করতে পারবেন। এটির জন্য আপনার তথ্য লাগেবে: স্যাটিফিকেট অনুযায়ী সঠিক ইংরেজিতে আপনার নাম, আপনার পিতার নাম এবং আবেদন সময় ব্যবহৃত মোবাইল নাম্বার (মোবাইল নাম্বার চালু থাকলেও সমস্যা নেই)। আপনি নিজে মোবাইল এবং কম্পিউটার মাধ্যমে ভেরিফাই করতে পারবেন।
আরো জানতে.....
- বদলে যাচ্ছে প্রাথমিকের বই, বদল হচ্ছে প্রাথমিকের পাঠদান
- প্রশ্নফাঁস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগর
- প্রাইমারীতে যারা পরীক্ষা দিবেন তারা এক নজর দেখে নিন প্রশ্ন গুলো অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্যে
- ডাউনলোড- প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রাথমিক পরীক্ষার মডেল ১-৮০ পিডিএফ
- সহকারী শিক্ষক নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট ২০১৮ ডাউনলোড করুন
ধন্যবাদ
ReplyDelete